X
বুধবার, ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২

তুর্কমেনিস্তানকে উড়িয়ে গ্রুপ সেরা হয়েই এশিয়ান কাপে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুলাই ২০২৫, ২০:৩৫আপডেট : ০৫ জুলাই ২০২৫, ২০:৫১

নারীদের এশিয়ান কাপে আগেই মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। লক্ষ্য ছিল গ্রুপ সেরা হয়ে ২০২৬ অস্ট্রেলিয়ার এশিয়ান কাপে খেলার। মনিকা- মারিয়াদের সেই স্বপ্নও পূরণ হয়েছে। শনিবার ‘সি’ গ্রুপে শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ৭ গোলে তুর্কমেনিস্তানকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল লাল-সবুজ দল। 

শনিবার ইয়াংগুনের স্টেডিয়ামে হাইলাইন ডিফেন্স খেলে শুরু থেকে একের পর এক গোল আদায় করে নেয় বাংলাদেশ। চালকের আসনে বসতে সময় লাগেনি। শামসুন্নাহার ও ঋতুপর্ণারা ছিলেন দুর্বার। ম্যাচের ৪ মিনিটে বক্সের বাইরে থেকে স্বপ্না রানী জোরালো শটে জাল কাঁপান। দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। ফরোয়ার্ড শামসুন্নাহার তেকাঠির সামনে থেকে ফিরে আসা বলে পা চালিয়ে দেন। ১৩ মিনিটে তৃতীয় গোলও চলে আসে। বাঁ প্রান্তের ক্রসে শামসু্ন্নাহার আবারও প্লেসিং করে দলকে এগিয়ে নেন। ১৬ মিনিটে বক্সে ঢুকে মনিকা চাকমা ডান পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করে চতুর্থ গোল উপহার দেন। পরের মিনিটে ঋতুপর্ণা চাকমা করেন পঞ্চম গোল। একজনকে ডজ দিয়ে জায়গা করে নিয়ে বাম পায়ের জোরালো শট গোলকিপারের গ্রিপ ছুঁয়ে জড়িয়ে যায় জালে।

গোল উৎসবের ম্যাচে ২১ মিনিটে ক্রস থেকে তহুরা খাতুন প্লেসিং করে ষষ্ঠ গোল এনে দেন। এরপর সপ্তম গোলে পেতে সময় লেগেছে। ৪০ মিনিটে সপ্তম গোল আসে। মনিকার কর্নারে ঋতুপর্ণা বাঁ পায়ের ভাসিয়ে দেওয়া শটে জাল কাঁপিয়েছেন।

বিরতির পর বাংলাদেশ আক্রমণ করে গেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি। মারিয়া-আফঈদারা চেষ্টা করেও গোল করতে পারেননি। তুর্কমেনিস্তান রক্ষণ আঁটসাঁট করে রাখায় এই অর্ধে গোল হজম করেনি। তবে ৭ গোলে হারের লজ্জা এড়ানো যায়নি। বাংলাদেশ টানা তিন ম্যাচ জিতে যোগ্যতার ছাপ রেখে এখন ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়া খেলতে যাবে।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
দুই মাঠে খেলার অভিজ্ঞতাকে ক্ষতিকর ও স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বললেন বাটলার
তিন ঘণ্টা পর শুরু হওয়া ভিন্ন মাঠে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়
‘ওরা আমার হার্ট অ্যাটাক করাতে বসেছিল’
সর্বশেষ খবর
এনসিপির সমাবেশে হামলায় জামায়াতের নিন্দা
এনসিপির সমাবেশে হামলায় জামায়াতের নিন্দা
গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে বাধা মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন: অন্তর্বর্তী সরকার
গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে বাধা মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন: অন্তর্বর্তী সরকার
বাংলা অনুবাদ সাহিত্যে প্রাতিষ্ঠানিক উদ্যোগের তাগিদ
সপ্তম নেহরীন খান স্মৃতি বক্তৃতাবাংলা অনুবাদ সাহিত্যে প্রাতিষ্ঠানিক উদ্যোগের তাগিদ
এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসান সাময়িক বরখাস্ত
এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসান সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
র‍্যান্ডম পদ্ধতিতে ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটে নির্বাচন করেছে এনবিআর
র‍্যান্ডম পদ্ধতিতে ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটে নির্বাচন করেছে এনবিআর
পুলিশ সুপারের কার্যালয়ে ‘আশ্রয় নিয়েছেন’ এনসিপি নেতারা
পুলিশ সুপারের কার্যালয়ে ‘আশ্রয় নিয়েছেন’ এনসিপি নেতারা
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত
এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত