X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

হকির মাঠে মুখোমুখি মোহামেডান-ঊষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৬, ১৯:১৮আপডেট : ০৫ মে ২০১৬, ১৯:২৫

হকির মাঠে মুখোমুখি মোহামেডান-ঊষা মৌসুমের প্রথম হাই-ভোল্টেজ হকি ম্যাচে কাল শুক্রবার বিকেল ৪টায় মার্সেল ক্লাব কাপ হকির প্রথম সেমিফাইনালে মাঠে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঊষা ক্রীড়া চক্র।
ঢাকার মাঠের ঐতিহ্যবাহী দুই প্রতিদ্বন্দ্বির জমজমাট লড়াইয়ের আড়ালে রয়েছে আরেক লড়াইয়ের আমন্ত্রণ! মোহামেডানে খেলছেন চার পাকিস্তানি আর ঊষা তাদের আক্রমণভাগ শাণিত করেছে চার মালয়েশিয়ান খেলোয়াড় দিয়ে। অন্য ভাষায় এটি পাকিস্তান-মালয়েশিয়া লড়াইয়ে রূপ নিয়েছে!
ঊষার পক্ষে খেলছেন চার মালয়েশিয়ান তারকা ইসমাইল আবু, ফাইজুল সানি, জুলহ্ইরি বিন হাশিম ও মো. সাইদ। এদের মাঝে ইসমাইল ও ফাইজুর মালয়েশিয়ার জাতীয় দলের খেলোয়াড় আর বাকি দুজন ডেভলপমেন্ট স্কোয়াডের সদস্য।
একইভাবে মোহামেডান উড়িয়ে এনেছে চার পাকিস্তানি খেলোয়াড়। এরা হলেন- রিজওয়ান আহমেদ, ওমর ভ্ট্টু, মো. সালমান ও কাওসার আব্বাস। বিভিন্ন সময়ে পাকিস্তান জাতীয় দলে খেলেছেন তারা। দুই দলই নির্ভর করবে তাদের বিদেশি রিক্রুটদের স্কিলের ওপর।
তবে দেশি খেলোয়াড়দের ওপরও থাকবে প্রত্যাশার চাপ। মোহামডোনে রয়েছেন রাসেল মাহমুদ জিমি, কামরুজ্জামান রানা, দ্বীন ইসলাম ও মোস্তাফিজুর রহমান লালন। আক্রমণে এরা মোহামেডনের মূল শক্তি ।

অন্যদিকে সারোয়ার হোসেন, হাসান জুবায়ের নিলয়, পুষ্কর খিসা মিমো ও কৃষ্ণ কুমার রয়েছেন ঊষার অগ্রভাগে।

মোহামেডান তাদের শেষ ম্যাচে আবাহনীর কাছে ৪-২ গোলে হারলেও তারা খেলেছে কোনও বিদেশি খেলোয়াড় ছাড়াই। ঊষা তাদের শেষ খেলায় মেরিনার্সের সঙ্গে ২-২ গোলে ড্র করে।

মোহামেডানের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জামার হায়দার আর ঊষার কোচ হিসেবে আছেন মামুনুর রশিদ। দুজনেই সাবেক জাতীয় তারকা; সমৃদ্ধ তাদের অভিজ্ঞতার ঝুলি। তাদের কৌশল ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র