X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লিগ হকিতে মোহামেডানের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৬, ১৯:৪৯আপডেট : ১৭ জুন ২০১৬, ১৯:৫১

প্রিমিয়ার লিগ হকিতে মোহামেডানের জয় গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকিতে জয় দিয়েই রাউন্ড রবিন লিগের খেলা শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় মোহামেডান ৫-১ গোলে হারায় ওয়ান্ডারার্স স্পোর্টিং ক্লাবকে।

মোহামেডানের অধিনায়ক এবং তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি একাই করেন তিনটি গোল। ১২, ২৫ ও ৬০ মিনিটে করা প্রতিটি গোলই ছিল ফিল্ড গোল। তবে হ্যাটট্রিক করতে পারেননি তিনি । এছাড়া ১টি করে গোল করেন ইমরান হাসান পিন্টু (পিসি গোল, ৪৯ মিনিটে) এবং সালমান হোসেন (ফিল্ড গোল, ৫৭ মিনিটে)।
ওয়ান্ডারার্সের বিশাল ৬২ মিনিটে একটি গোল পরিশোধ করেন। নিজেদের একাদশ ম্যাচে এটা মোহামেডানের অষ্টম জয়। ২৬ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। আবাহনীরও সমান পয়েন্ট। তবে তারা এক ম্যাচ কম খেলায় আছে দ্বিতীয় স্থানে। পক্ষান্তরে নিজেদের একাদশ ম্যাচে এটা ওয়ান্ডারার্সের চতুর্থ হার। ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে।

দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাব (বিএসসি) ২-২ গোলে ওয়ারী স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র করে। প্রথমার্ধের স্কোর ছিল ১-১। বাংলাদেশ এসসির প্রিন্স ২৭ ও সিরাস আলী ৬১ মিনিটে গোল করেন। ওয়ারীর পক্ষে জিহাদ ২১ ও কৃষ্ণা ৬০ মিনিটে ১টি করে গোল করেন।

এ ড্রতে ১৫ পয়েন্ট অর্জন করলো বিএসসির তৃতীয় ড্র। তবে গোল তফাতে ওয়ান্ডারার্সে চেয়ে পিছিয়ে বিএসসি।১২ পয়েন্ট নিয়ে ওয়ারী ১২ দলের মধ্যে অষ্টম স্থানে আছে।

কাল আবহনী-ঊষা ও মেরিনার্স- রেলওয়ে ম্যাচের মধ্য দিয়ে শেষ হচ্ছে লীগের প্রথম পর্বের খেলা। তারপর শুরু হবে ‘সুপার সিক্স’ পর্বের খেলা। ইতোমধ্যেই এই পর্বে উন্নীত হয়েছে ঊষা (২৮ পয়েন্ট), আবাহনী ও মোহামেডান (২৬), মেরিনার (২৫), ওয়ান্ডারার্স ও বিএসসি (১৫)।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?