X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জার্মানিতে ক্যাম্প করবে বাংলাদেশ হকি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ১৮:৫৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৯:০২

জার্মানিতে ক্যাম্প করবে বাংলাদেশ হকি দল আগামী ১৯ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হংকংয়ে অনুষ্ঠিতব্য ৫ম এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে জার্মানিতে মাসব্যাপী ক্যাম্প করবে বাংলাদেশ হকি দল।  উন্নত প্রশিক্ষণের পাশাপাশি ১০টি প্র্যাকটিস ম্যাচও খেলবে লাল-সবুজরা। আজ সোমবার এই লক্ষ্যে হকি ফেডারেশনে দল ঘোষণা করেন ফেডারেশেনের জাতীয় হকি দল কমিটির প্রধান শফিউল্লাহ আল মুনীর।  এসময় তিনি এই টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য নিয়ে বলেন, ‘নভেম্বরে আমাদের যে টুর্নামেন্ট, তাতে চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই। আর তাই সব ধরণের সুযোগ সুবিধা দিয়ে জাতীয় দলকে প্রস্তুতির জন্য দেশের বাইরে পাঠাচ্ছি।’

দলের সুযোগ সুবিধা নিয়ে তিনি আরও বলেন, ‘এবারই প্রথম হকি দলের সঙ্গে সার্বক্ষণিক একজন ফিজিও, ভিডিও এনালিস্ট, তিনজন কোচ ও একজন স্থানীয় কোচ (মাহবুব হারুন) থাকছেন।’

যেই লক্ষ্যে আগেই জার্মানিতে গিয়েছেন রাসেল মাহমুদ জিমি, ফরহাদ শিটুল, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, কৃষ্ণ কুমার, তাপস বর্মন, মো. ইমন, মো. সারেয়ার ও মানিুল ইসলাম কৌশিক। তাদের সঙ্গে কাল যোগ দেবেন মেরিনার্সের গোলরক্ষক কিরন অন্য দুই গোলরক্ষক অসীম গোপ ও  জাহিদ হোসেন, কামরুজামান রানা, মিলন হোসেন, রেজাউল করিম বাবু, পুস্কর খিসা মিমো, খোরশেদুর রহমান।  সঙ্গে থাকবেন অনূর্ধ্ব-১৮ দলের তিন খেলোয়াড় আশরাফুল ইসলাম, আরশাদ হোসেন ও রোম্মান সরকার।  সঙ্গে থাকবেন তিন কর্মকর্তা আরিফুল হক প্রিন্স, মাহবুব এহসান রানা ও কোচ মাহবুব হারুন।  খেলোয়াড়দের মাঝে স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন নিপ্পন, সবুজ, শিশির, নাঈম, রাব্বি, মহসিন ও নিলয়। এরা ঢাকায় তারিকুজ্জামান নান্নুর অধীনে অনুশীলন করবেন।

বাংলাদেশ দল পোল্যান্ডে ও অস্ট্রিয়ায় মোট ১০টি প্র্যাকটিস ম্যাচ খেলবে। এর মধ্যে পোল্যান্ডে  ১৯, ২০, ২১, ২২, ২৪ ও ২৬ অক্টোবর মোট পাঁচটি ও অস্ট্রিয়ায় ২৭,২৮,২৯ ও ৩০ অক্টোবর মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।  এরপর নভেম্বরের শুরুতে দেশে ফিরবে জাতীয় দল।

উল্লেখ্য, ১৯ থেকে ২৭ নভেম্বর হংকংয়ে অনুষ্ঠিত হবে ৫ম এএইচএফ বা এশিয়ান হকি ফেডারেশন কাপ। মোট ১১ টি দল খেলবে এ টুর্নামেন্টে। দলগুলো  হলো- বাংলাদেশ, ব্রুনেই, চাইনজ তাইপে, হংকং,ইন্দোনেশিয়া, কাজাখস্তান, ম্যাকাও, সিংগাপুর, থাইল্যান্ড ও উজবেকিস্তান। টুর্নামেন্টের শীর্ষ চার দল খেলবে এশিয়া কাপ হকিতে যা অনুষ্ঠিত হবে আগামী বছর।

/আরএম/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
১১ অঞ্চলে বইছে তীব্র তাপপ্রবাহ, ঢাকায় বেড়েছে ২ ডিগ্রি
১১ অঞ্চলে বইছে তীব্র তাপপ্রবাহ, ঢাকায় বেড়েছে ২ ডিগ্রি
ঢাকা-রাজশাহীর ২ হাসপাতালে দুদকের অভিযান
ঢাকা-রাজশাহীর ২ হাসপাতালে দুদকের অভিযান
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত
ভারতকে ১৪৫ রানে থামালো বাংলাদেশ
ভারতকে ১৪৫ রানে থামালো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক