X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

হারলেও আশা হারাচ্ছে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৭, ১৯:৩৪আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৯:৩৪

হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ হকি ওয়ার্ল্ড লিগে ওমানের কাছে নিজ মাঠে প্রথম হার বাংলাদেশের। বলা যায় তাদের পরবর্তী রাউন্ডে যাওয়া অসম্ভবই হয়ে গেছে। 

কাল বুধবার খেলার বিরতি, বৃহস্পতিবার বিকেল চারটায় মিশরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বিশ্ব র‌্যাংকিংয়ে ২০তম স্থানে থাকা মিশরের বিপক্ষে জয়ের আশা করাটা প্রায় অসম্ভবই বলা যায়। অথচ ওমানের বিপক্ষে জিতলে কোয়ার্টার ফাইনালে ঘানাকে প্রতিপক্ষ হিসেবে পেত বাংলাদেশ। জোরালোভাবেই টিকে থাকতো শেষ চারে যাওয়ার স্বপ্ন। 

খেলার পর বাংলাদেশ গোলরক্ষক জাহিদ হোসেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। কোচ অলিভার কার্টজ আসেননি। জাহিদ বলেন, ‘হেরে গেলাম অনেকগুলো গোল মিসের কারণে। পেনাল্টি কর্নারে ব্যর্থ হয়েছি এবং ফিল্ড গোল ফরোয়ার্ডরাও পারেনি। তবে এখনও আমাদের সুযোগ আছে। আশা করছি কোয়ার্টার ফাইনালে জয় নিয়ে ফিরতে পারব।’

ম্যাচ বিশ্লেষনের বেলায় জাহিদ বলেছেন, ‘প্রথম কোয়ার্টার নিজেদের মতো খেলেছি। দ্বিতীয় কোয়ার্টারে আমরা একটু উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। এসময় তিনটি গোল হজম করেছি।’ মিশরের বিপক্ষে জয়ে আশাবাদী তিনি, ‘মিশর ভালো দল। তাদের বিপক্ষে শতভাগ দিতে পারলে জয় পাওয়া সম্ভব। ২০০১ সালে চ্যালেঞ্জ কাপে মিশরের বিপক্ষে ১-২ গোলে হেরেছিল বাংলাদেশ। আমরা আমাদের সেরা প্রচেষ্টাই দেব মিশরের বিপক্ষে।’  

সুযোগ না পাওয়ার কারণেই হারতে হয়েছে বললেন জাহিদ, ‘দ্বিতীয় কোয়ার্টার থেকেই কোচ বলছিলেন, ডানদিক থেকে আক্রমণ করো। কিন্তু চাপের কারণে হয়তো ওদিক দিয়ে বল নিয়ে যাওয়া যায়নি। প্রতিপক্ষ আমাদের ফাঁকা স্থান দেয়নি, যেটি দিয়েছি আমরা। আর আমরা যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাতে পারিনি। এটিই হারের একমাত্র কারণ।’

বৃহস্পতিবারের কোয়ার্টার ফাইনালের লাইনআপটা হলো- সকাল সোয়া ৯টায় মালয়েশিয়া-শ্রীলঙ্কা, সাড়ে ১১টায় চীন-ফিজি, পৌনে ২টায় ওমান-ঘানা ও ৪টা ৫ মিনিটে বাংলাদেশ-মিশর।

/আরএম/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার