X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বাবার জন্য ট্রফি জিততে চান জিমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ২০:৩৩আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২১:৪৪

সংবাদ সম্মেলনে জিমি (ফাইল ছবি) ১১ ফেব্রুয়ারি হকির সাবেক তারকা আব্দুর রাজ্জাক সোনা মিয়া পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। তার উত্তরসূরি রাসেল মাহমুদ জিমি, বর্তমান জাতীয় দলের অধিনায়ক। অনেকটা শোককে শক্তিতে রুপান্তরিত করে ওমান যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। রবিবার সরকারি আদেশ পাওয়ায় এখন আর এশিয়ান গেমসের বাছাই পর্বে যেতে কোনও বাধা নেই। ওমানে ট্রফি জেতার জন্যই যাচ্ছে বাংলাদেশ। যেন বাবাকে ট্রফিটা উৎসর্গ করতে পারেন জিমি।

আগামী ৮ থেকে ১৭ মার্চ পর্যন্ত ওমানে হবে বাছাই পর্ব। এতে অংশ নিতে আগামী মঙ্গলবার রাতে ঢাকা ছাড়বে লাল-সবুজের দল। বাছাই পর্ব নিয়ে জিমি আশাবাদী, ‘টুর্নামেন্টটি ভালো হবে। লড়াই হবে সবার মধ্যে। আমাদের শিরোপা ধরে এগিয়ে যেতে হবে। ওমানের মাঠে খেলা, একটু কঠিন হবে।’

স্বাগতিক ওমান প্রসঙ্গে এই তারকা বলেছেন, ‘চাপ কিছু না। যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারে সবাই, তাহলে জয় আসবেই। তাদের আমরা এর আগে অনেক বার হারিয়েছি। তারা যতোই শক্তিশালী হোক না কেন, আমাদের ওপর অনেক কিছু নির্ভর করে। ভালো খেলতে হবে। তাহলে প্রতিপক্ষ চাপে পড়বে। ওরা ভালো দল। ভালো প্রস্তুতি ওদের।’

এবারের দল নিয়ে উচ্ছসিত জিমি, ‘আমাদের দলটি ভালো। পারফরম্যান্স দিয়েই দলে ঢুকেছে সবাই, বিশেষ করে নতুনরা। তাদের এখন প্রমাণের পালা যে ভালো খেলতে হবে ও দলকে কিছু দিতে হবে। এছাড়া আমাদের প্রস্তুতি ভালো। এখন বাছাই পর্বে খেলার অপেক্ষা।’

এত কিছুর ভিড়ে জিমি সদ্য প্রয়াত বাবাকে খুঁজে ফেরেন। এই প্রথম কোনও আন্তর্জাতিক আসরে খেলতে যাচ্ছেন, যেখানে পাশে বাবা নেই! জিমিদের পরিবারে এখনও যে শোকের ছায়া।

জিমি একটু বিষণ্ন মনেই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাবা ছিল বড় অনুপ্রেরণা। তার কাছ থেকে অনেক পরামর্শ নিতাম। সবসময় আমার পাশে ছিল। মাঠে যাওয়ার আগে সালাম করে বের হতাম। খেলার সবকিছু তার সঙ্গে ভাগাভাগি করে নিতাম। এখন কাকে সালাম করব? বাসায় এখনও যে শোকের ছায়া। বাবা নেই, তারপরও খেলতে হবে। এবার বাবার জন্যই ট্রফি জিততে চাই। জিতেই তাকে ট্রফি উৎসর্গ করতে চাই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা