X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

দেড় যুগের ক্যারিয়ারে এই প্রথম গোলবিহীন জিমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৯:৫১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৯:৫৬

জাতীয় হকি দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি রাসেল মাহমুদ জিমি। জাতীয় হকি দলের পোস্টার বয়। জিমি মাঠে থাকা মানেই গোল হবে, দল গোল পাবে। দেশের হকিতে এখনও অপ্রতিদ্বন্দ্বী অভিজ্ঞ এই স্ট্রাইকার। কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে তার বেলাতে। তার অধিনায়কত্বে নৌবাহিনী বিজয় দিবস হকির শিরোপা জিতেছে, কিন্তু জিমির স্টিক থেকে আসেনি কোনও গোল! দেড় যুগের ক্যারিয়ারে বিভিন্ন প্রতিযোগিতা ও লিগ খেলেছেন, তবে এই প্রথম ঘরোয়া কোনও প্রতিযোগিতায় গোলবিহীন থেকে শেষ করতে হয়েছে তাকে। অবশ্য এজন্য জিমির কোনও আক্ষেপ নেই।

আক্ষেপ থাকবেই বা কী করে? জিমি এখন গোল করার চেয়ে করানোর দিকে মনোযোগী বেশি। তার দলের আশরাফুল-মাহবুবরা গোল করে দলকে জয় এনে দিয়েছেন। আর তার নেপথ্যে জিমির ভূমিকা কম নয়।

বাংলা ট্রিবিউনকে জিমি বলেছেন, ‘আমি সবসময় গোল পেয়ে আসছি। তবে কখনও গোলের জন্য খেলিনি। দল যেন জিতে, ভালো করে, সেই দিকে মনোযোগী ছিলাম। আগে যেমন গোল করেছি, করিয়েছি, এবার কিন্তু আমি করানোর দিকেই বেশি জোর দিয়েছিলাম। বলতে পারেন প্লে-মেকার হিসেবে খেলেছি। আমার পারফরম্যান্সে সতীর্থরা বেশ খুশি। এতেই আমার ভালো লেগেছে। আমি গোল না পেলেও অন্যরা তো পেয়েছে। তবে হ্যাঁ, এই প্রথম ক্যারিয়ারে ঘরোয়া প্রতিযোগিতায় গোল পেলাম না।’

২০০১ সাল থেকে হকির সঙ্গে যুক্ত জিমি। বাবা বিখ্যাত খেলোয়াড় প্রয়াত আব্দুর রাজ্জাক সোনা মিয়া। তার ছেলে হিসেবে ক্ষয়িষ্ণু হকিতে দাপিয়ে বেড়াচ্ছেন। দুই বছর আগে হওয়া লিগে গোল পেয়েছিলেন ২৬টি। এর আগের বার ৩৭টি।

এবার গোল না পেলেও তিনি খুশি, ‘প্লে-মেকার হিসেবে খেলেছি। অন্যদের দিয়ে গোল করিয়েছি। নিজে গোল না পাওয়াতে কোনও দুঃখ নেই। দল ভালো করছে। জিতেছে। ট্রফি জিতেছি। এতেই খুশি। আশা করছি, সামনের দিকে আরও ভালো করতে পারবো।’

আগামী বছরের মার্চে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। সেখানে ভালো করার দিকে দৃষ্টি তার, ‘সামনে জাতীয় দলের খেলা আছে। সেখানে ভালো করতে চাই। দেশের জন্য কিছু করতে পারলে ভালো লাগবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
নাটবল্টুর সঙ্গেই কাটছে শৈশব-কৈশোর
নাটবল্টুর সঙ্গেই কাটছে শৈশব-কৈশোর
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’