X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ঢাকায় খেলোয়াড় ‘অপহরণ’, দুই ক্লাবের পাল্টাপাল্টি অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৭

আগামীকাল (রবিবার) থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার হকি লিগের দলবদল। তিন বছর পর হতে যাওয়া এই দলবদল শুরুর আগেই উত্তেজনা ছড়ালো। ডিফেন্ডার সারোয়ার মোর্শেদ শাওনকে ‘অপহরণ’ করা হয়েছে— মোহামেডানের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে মেরিনার ইয়াংস ক্লাব। আবার তাদের এই অভিযোগের জবাবে পাল্টা তীর ছুঁড়েছে সাদা-কালো জার্সিধারীরা।

আজ (শনিবার) নিজেদের আঙিনায় সংবাদ সম্মেলন করে মেরিনার্স নিজেদের অবস্থান তুলে ধরেছে। ক্লাবটির সহ-সভাপতি আলমগীর কবির বলেছেন, ‘শাওন আমাদের থেকে অগ্রিম ২ লাখ টাকা নিয়েছে। চুক্তিও হয়েছে। বৃহস্পতিবার নওগাঁ থেকে আমাদের ক্লাবে আসার কথা। কিন্তু পরের দিন জানতে পারলাম ঢাকায় আসার পর শাওনকে দুই ব্যক্তি হেফাজতে নিয়ে নেয়। রাতে মোহামেডান ক্লাবে আনা হয়েছে। পরবর্তীতে থানা-পুলিশ করেও সমাধান হয়নি। শাওন বর্তমানে মোহামেডানের অধীনে আছে। তাদের কাছে এমনটি প্রত্যাশিত নয়। আমরা এর বিচার চাই।’

মোহামেডানের বক্তব্য আর অন্যরকম। ঘটনার বর্ণনাও ভিন্ন। শুক্রবার রাতে মেরিনার্সের কর্মকর্তা ও সমর্থকরা মোহামেডান ক্লাবে গিয়ে শাওনের খোঁজে ভাঙচুর চালিয়েছে, পাল্টা অভিযোগ করে ক্লাবটির হকি কমিটির চেয়ারম্যান মঞ্জুর আলম বলেছেন, ‘কীসের অপহরণ! কোনও একজন খেলোয়াড় মোহামেডানে খেলতে চায়, এই জন্য আমাদের ক্লাবে এসেছে। সেটা কি অপহরণ বলা চলে? আমাদের ক্লাবে গিয়ে ওরা হামলা করেছে। সেই ফুটেজ আছে।’

এই ইস্যুতে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘ফেডারেশন থেকে খেলোয়াড় নিবন্ধিত ফর্মটি যে ক্লাব জমা দেবে ওই খেলোয়াড়টি তার হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে নতুন ভর্তি ৮৬
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে নতুন ভর্তি ৮৬
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল