X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মোহামেডানকে হারিয়ে আবাহনীর ‘মধুর প্রতিশোধ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১৮:৪৫আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৮:৪৫

মোহামেডান আক্রমণাত্মক খেলে আধিপত্য দেখানোর চেষ্টা করেছে। গোলের সুযোগও অনেক পেয়েছে। কিন্তু দুটির বেশি দিতে পারেনি। বিপরীতে আবাহনী লিমিটেড দেখেশুনে খেলে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিতে নিয়েছে। আজ (মঙ্গলবার) প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৪-২ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে আকাশি-নীল জার্সিধারীরা।

লিগে প্রথম পর্বে মোহামেডানের কাছে ৪ গোলে উড়ে গিয়েছিল আবাহনী। এবার সুপার ফাইভে সাদা-কালোদের বড় ব্যবধানেই হারিয়ে দিলো।

প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে আবাহনী ৩৩ পয়েন্ট পেয়েছে। এক ম্যাচ কম খেলে মোহামেডানেরও সমান পয়েন্ট। দুই দলই দ্বিতীয় স্থানে। মেরিনার্স ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।

মওলানা ভাসানী স্টেডিয়ামে ৩ মিনিটে মোহামেডান এগিয়ে যেতে পারতো। আর্জেন্টাইন গঞ্জালো পিলেতের হিট দূরের পোস্ট দিয়ে যায়। দুই মিনিট পর অবশ্য আবাহনী প্রথম সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায়, পেনাল্টি কর্নার থেকে। রেজওয়ানের পুশে ডাচ তারকা হিডে জ্যান ভাগসের থামানো বলে খোরশেদুর রহমান ড্রাগ ফ্লিকে লক্ষভেদ করেন।

৯ মিনিটে মোহামেডান ম্যাচে সমতায় ফেরায়। পেনাল্টি কর্নার থেকে সুনীল সোমারপিতের পুশে সারোয়ার হোসেন স্টপ করার পর পেইলেত জোরালো হিটে ঠিকানা খুঁজে নেন।

এরপর ৫ মিনিটের মধ্যে আবাহনী দুই গোল করে। ২৮ মিনিটে আবাহনী ব্যবধান দ্বিগুণ করে। বিয়র্গ কেলারমানের পাসে আরশাদ হোসেন আলতো টোকায় সমর্থকদের মুখ হাসি ফোটান।

৩৩ মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে আবাহনী স্কোরলাইন ৩-১ করে। রেজাউলের পুশে মরিস আলফন্সের থামানো বলে খোরশেদ জোরালে হিটে লক্ষ্যভেদ করেন।

মোহামেডান সব মিলিয়ে হাফ ডজনের বেশি পেনাল্টি কর্নার পেয়ে মাত্র দুটি গোল করতে পেরেছে। ৪০ মিনিটে তাদের দুর্ভাগ্য। পেনাল্টি স্ট্রোক থেকে মোহামেডান ব্যবধান কমাতে পারেনি। পেইলেতের হিট গোলকিপার আবু সাইদ নিপ্পন ডান দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন।

৪ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমায় মোহামেডান। জিমির পুশে পিন্টুর থামানো বলে পেইলেতের হিটে পোস্ট কেঁপে ওঠে। শেষের দিকে পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ আরও জমে ওঠে।

৫৮ মিনিটে আবাহনী ৪-২ স্কোরলাইন করে। ডাচ তারকা কেলারমান রিভার্স হিটে জাল কাঁপান। তাতেই মোহামেডানকে বড় ব্যবধানে হারানোর স্বাদ পায় আবাহনী।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন