আগের ম্যাচে মোহামেডানকে উড়িয়ে দিয়েছিল মেরিনার্স। ক্লাব কাপ হকিতে মঙ্গলবার পরের ম্যাচে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড ধসিয়ে দিয়েছে ঊষা ক্রীড়া চক্রকে। তাতে নিশ্চিত হয়েছে সেমিফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের লড়াই। বৃহস্পতিবার ফাইনালে ওঠার যুদ্ধে অন্য ম্যাচে মুখোমুখি হবে ঊষা ও মেরিনার্স।
আবাহনী ঊষাকে হারিয়েছে ৬-২ গোলে। ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে তারা, রানার্সআপ হয়েছে ঊষা।
আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম দুই কোয়ার্টার ছিল গোলশূন্য। খেলার তৃতীয় কোয়ার্টারে ৩১ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। ভারতীয় খেলোয়াড় আব্রাহাম বেলিমঙ্গার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয় ৩৫ মিনিটে। দুই মিনিট পর যুবরাজ বাল্মিকীর ফিল্ড গোলে ৩-০ তে এগিয়ে যায় আবাহনী।
৪০ মিনিটে মাহবুব হোসেনের ফিল্ড গোলে ব্যবধান ৩-১ এ নামিয়ে এনেছিল ঊষা। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আবাহনীকে আরও এগিয়ে দেন আশরাফুল ইসলাম।
খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৪৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় ঊষা। গোল করে ব্যবধান কমান মাহবুব হোসেন।
৫১ মিনিটে আবাহনীর আব্রাহাম দলের পক্ষে পঞ্চম এবং নিজের জোড়া গোল পূর্ণ করেন। ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচের সবশেষ গোলটি করেন আবাহনীর ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল।