X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ডাবল হ্যাটট্রিক করে সবুজের চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৪, ১৬:৫৮আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৬:৫৮

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে স্টিকের জাদু দেখিয়ে চলেছেন মেরিনার ইয়াংস ক্লাবের ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ। ৪ ম্যাচ শেষে ১৭ গোল এই খেলোয়াড়ের ঝুলিতে। গত মৌসুমে ৩৩ গোল করে লিগের শীর্ষ গোলদাতা ছিলেন তিনি।

শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ডাবল হ্যাটটিকসহ ৭ গোল করেছেন সবুজ। তার দল মেরিনার্স ম্যাচ জিতেছে ১১-২ গোলে। লিগে চার ম্যাচে তৃতীয় জয় মেরিনার্সের।

খেলার দ্বিতীয় মিনিটেই দারুণ এক ফিল্ড গোল করে মেরিনার্সকে এগিয়ে নেন সবুজ। খেলার সপ্তম মিনিটে সমতায় ফেরে ভিক্টোরিয়া। সোহানুর রহমান পেনাল্টি কর্নার থেকে গোল করে ভিক্টোরিয়াকে ১-১ গোলে সমতায় ফেরান। 

দ্বিতীয় কোয়ার্টারের ১৯ মিনিটে বেলাল হোসেনের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মেরিনার্স। ২০ মিনিটে সাদাফ সালেকীনের ফিল্ড গোলে ব্যবধান বেড়ে ৩-১। খেলার ২২ মিনিটে সবুজের পেনাল্টি কর্নারে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১ গোলের। ২৪ মিনিটে ফজলে হোসেন রাব্বির ফিল্ড গোলে ব্যবধান ৫-১ এ নিয়ে যায় মেরিনার্স। ২৭ মিনিটে দারুণ এক ফিল্ড গোলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সবুজ। সেই সঙ্গে দলের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৬-১ গোলের। 

তৃতীয় কোয়ার্টারের শুরুতে আবারও স্টিকের ঝলক সবুজের। ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ৭-১ ব্যবধানে এগিয়ে নেন এ ডিফেন্ডার। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলের ব্যবধান আরও বাড়িয়ে নেন সবুজ। পরের মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল সবুজের। এরই মধ্য দিয়ে ম্যাচে নিজের ডাবল হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, যা লিগ ইতিহাসে প্রথম। দলের গোল ব্যবধান বেড়ে দাঁড়ায় ৯-১। মিনিট দুই পর আবারও গোল সবুজের। প্রতিপক্ষের সঙ্গে মেরিনার্সের ব্যবধান বেড়ে দাঁড়ায় ১০-১ গোলের। 

৫৭ মিনিটে ম্যাচে ভিক্টোরিয়ার হয়ে দ্বিতীয় গোল শোধ দেন মো. হাসান। ৫৮ মিনিটে আবেদ উদ্দিন ফিল্ড গোল করলে মেরিনার্স ১১-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

/টিএ/এফএইচএম/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের ১০০ দিনে নানা চ্যালেঞ্জ
সরকারের ১০০ দিনে নানা চ্যালেঞ্জ
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই