X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভারতীয় গুরজিতের জোড়ায় মেরিনার্সকে চমকে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৪, ২২:২৪আপডেট : ২৩ মার্চ ২০২৪, ২২:২৪

প্রিমিয়ার হকি লিগে ঊষা ক্রীড়া চক্রের কাছে প্রথমবার তিন পয়েন্ট হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস ক্লাব। এবার পুলিশ স্পোর্টিং ক্লাবের কাছেও পয়েন্ট হারালো মামুনুর রশীদের শিষ্যরা। আজ পুলিশ স্পোর্টিং ক্লাবের সঙ্গে ৫-৫ গোলে ড্র করেছে সবুজরা। 

পুলিশের সঙ্গে ড্রয়ে পয়েন্ট টেবিলে অনেকটা পিছিয়ে গেলো মেরিনার্স। লিগের টপ স্কোরার মেরিনার্সের সোহানুর রহমান সবুজ জোড়া গোল করেও দলকে আজ জেতাতে পারেননি। এছাড়া মেরিনার্সের হয়ে ফজলে হোসেন রাব্বি, মাঈনুল ইসলাম কৌশিক ও ভারতের রাজিন্দ্রর সিং পুলিশের বিপক্ষে একটি করে গোল করেন। অন্যদিকে পুলিশের আব্দুল মালেক এবং দলটির ভারতীয় রিক্রুট গুরজিৎ সিং জোড়া গোল করেন। অপর গোলটি করেন রেজাউল আহমেদ রাতুল।

মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে পুলিশকে শুরুতেই এগিয়ে নেন গুরজিৎ। দুই মিনিট পরেই অধিনায়ক রাব্বির পেনাল্টি স্ট্রোকে সমতায় ফেরে মেরিনার্স। নবম মিনিটে রাজিন্দর সিংয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। ১৩ মিনিটে দারুণ এক ফিল্ড গোলে পুলিশকে সমতায় ফেরান মালেক। প্রথম কোয়ার্টারে সমতায় থেকে মাঠ ছাড়ে দুই দল। 

খেলার দ্বিতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। তৃতীয় কোয়ার্টারের শুরুতে সবুজের চমৎকার এক ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স। ৩৫ মিনিটে কৌশিক ফিল্ড গোল করলে মেরিনার্সের সঙ্গে পুলিশের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-২ গোলের। ৩৭ মিনিটে মালেক ফিল্ড গোল করে পুলিশের গোল ব্যবধান কমিয়ে আনেন। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার স্পেশালিস্ট সবুজের গোলে এগিয়ে যায় মেরিনার্স। 

তৃতীয় কোয়ার্টারে পিছিয়ে থাকা পুলিশ ম্যাচের শেষ কোয়ার্টারটা নিজেদের করে নেয়। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন মালেক। মেরিনার্সের সঙ্গে পুলিশের ব্যবধান কমে দাঁড়ায় ৪-৫ গোলের। ৫৩ মিনিটে গুরজিৎ পেনাল্টি কর্নার থেকে গোল করে পুলিশকে সমতায় ফেরান। ম্যাচের বাকি সময় আর কোনও গোল না হওয়ায়  পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই