X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঢাকায় ভূরি ভূরি গোল দেখেও অবাক নন মালয়েশিয়ার সারি

তানজীম আহমেদ
২৩ মার্চ ২০২৪, ২৩:০০আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৭:৪১

প্রায় তিন বছর পর প্রিমিয়ার হকি লিগ মাঠে গড়িয়েছে। আগের মতো বড় চার দল রাজত্ব করে চলেছে। তবে গত আসরগুলোর মতো অপেক্ষাকৃত ছোট দলগুলো সেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছে কমই। শুধু আজ পুলিশ এফসি বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্সকে রুখে দিয়ে চমক দেখিয়েছে। এছাড়া অন্য ম্যাচগুলোতে ভিক্টোরিয়া-দিলকুশা কিংবা আজাদের মতো দল ১০, ১৪ কিংবা ১৮ গোল হজম করে অসহায়ভাবে আত্মসমর্পণ করছে। এমন ফল দেখে অনেকেই হতাশা প্রকাশ করছেন। তবে মোহামেডান স্পোর্টিংয়ের মালয়েশিয়ান ফরোয়ার্ড ফায়সাল বিন সারি মোটেও অবাক হননি!

২০১৬ সালে প্রথমে ঊষা ক্রীড়া চক্রের হয়ে ঢাকায় খেলতে আসেন সারি। ওই সময় প্রথম দর্শনে ঢাকা ভালো লেগে যায়। এবার প্রায় ৮ বছর পর আবার ডাক পেয়ে আর ভাবেননি। লিগে খেলতে চলে এসেছেন। ঢাকার জ্যাম কিংবা পরিবেশ সম্পর্কে আগেই জানা। তাই নতুন করে কোনও কিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যা হচ্ছে না।

আজ রাতে সারিকে ফোনে যোগাযোগ করা হলে তিনি হোটেলের বাইরে ছিলেন। ব্যস্ততার ফাঁকে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বললেন তিনি। শুরুতে প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা নতুন করে জানাতে গিয়ে বলেছেন, ‘২০১৬ সালে ঊষার হয়ে খেলেছি। এখানে নতুন করে খেলতে এসে ভালো লাগছে। সবকিছুই ভালো মনে হচ্ছে। ঢাকার ট্র্যাফিক জ্যাম সেভাবে দেখা হয়নি। মাঠের অন্য প্রান্তের হোটেলে আমরা থাকি। হেঁটেই মাঠে যাই। তাই কষ্টটা বোঝা যায় না।’

লিগে ছোট দলগুলোর সঙ্গে খেলে বড় ব্যবধানে জিতেই চলেছে বড় দলগুলো। আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং, ঊষা কিংবা মেরিনার্স রয়েছে সেই কাতারে। ৩৩ বছর বয়সী সারির দৃষ্টিতে ভূরি ভূরি গোল মোটেও অবাক হওয়ার বিষয় নয়। নিজের অভিজ্ঞতা থেকে জানালেন, ‘এখানে আগেও খেলতে এসেছিলাম। তাই আমার কাছে নতুন কিছু নয়। তবে লিগে ১০, ১২, ১৪ গোল, এমনকি ১৮ গোল হচ্ছে। ছোট দলগুলো গোলগুলো হজম করছে। আসলে আমার কাছে মনে হয়, যারা বড় ব্যবধানে হারছে তাদের মান আরও ভালো হবে। তবে সময় লাগবে। বছর কয়েক গেলে হয়তো সেই ক্লাবগুলো ভালো খেলোয়াড় তৈরি করতে পারবে। নিজেদের দলে খেলাতে পারবে। তখন আরও প্রতিদ্বন্দ্বিতা হবে।’

মালয়েশিয়ার কুয়ালামপুরে বসবাস সারির। নিজ দেশের হয়ে ২২৬টি ম্যাচ খেলেছেন। খেলেছেন বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিসহ অনেক বড় আসরও। এছাড়া জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ওমানসহ ভারতের ক্লাব দলেও ছিলেন। ঢাকায় খেলার অভিজ্ঞতার ঝাঁপি খুলে ধরে সারি বলেছেন, ‘আমি আগে থেকে জানি ঢাকায় চার দলের মধ্যে মূলত শিরোপা লড়াই হয়ে থাকে। তাই আসল লড়াই মূলত এই চার দলের মধ্যেই হবে বা হচ্ছে। এদের মধ্যে যে কোনও একটি দল শিরোপা পাবে। তাই যখন এই চার দলের মধ্যে লড়াই হচ্ছে বা হবে, তখনই আসলে মূল খেলাটা চোখে পড়ছে। এছাড়া একেক দেশে হকির মান একেক রকম। বাংলাদেশেও হকির মান ভালোই।’

নিজ দেশের উদাহরণ টেনে সারি বোঝাতে চাইলেন, ‘আমার শহর মালয়েশিয়ার ঘরোয়া হকি লিগেও মাঝে মধ্যে এমনটি হয়ে থাকে। বড় ও ছোট দলগুলোর মধ্যে পার্থক্য গড়ে দিয়ে বড় ব্যবধান হয়। তাই ঢাকার লিগে আমি এমন ফল দেখে মোটেও অবাক হইনি।’

নিজের দল মোহামেডানকে শীর্ষে দেখতে চেয়ে সারির এখন মূল লক্ষ্য, ‘আমি চাই আমার দল মোহামেডানকে চ্যাম্পিয়ন করতে। দুটি হ্যাটট্রিক করেছি। ৯ গোল করেছি। সামনের দিকে বেশি বেশি গোল করে দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে চাই।’

ঢাকার জ্যাম সারিকে সেভাবে বিরক্ত না করলেও খাবার কিন্তু বেশ মনে ধরেছে। সেটা হয়েছে ঊষার হয়ে খেলার সময়েই। সারি নিজেই বললেন, ‘ঢাকার খাবারের মধ্যে হাজির বিরিয়ানি বেশ মনে ধরেছে । তাই বেশি বেশি বিরিয়ানি খাওয়া হচ্ছে। এছাড়া এখানকার লোকজন কিংবা আবহাওয়া ভালোই লাগছে। কোনও সমস্যা অনুভব করছি না।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
কোটি টাকার আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে
কোটি টাকার আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম