X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

৭ গোলের ম্যাচ মোহামেডান কীভাবে জিতলো, দেখলেন মালয়েশিয়ান কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৪, ১৯:৫৬আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৯:৫৬

ভোরে ঢাকায় নেমে মোহামেডানের ডাগ আউটে চলে এলেন মালয়েশিয়ার কোচ ইমান গোপিনাথন। দেখলেন, পুলিশ স্পোর্টিংয়ের বিপক্ষে তিন গোলে এগিয়ে থেকে কীভাবে সাদা-কালোরা চ্যালেঞ্জের মুখে পড়েও ৪-৩ গোলে জিতলো।

প্রিমিয়ার হকি লিগে মালয়েশিয়ান রিক্রুট ফায়সাল বিন সারির জোড়া গোলে এ জয় তুলে নেয় মোহামেডান। এছাড়া জয়ী দলের দ্বীন ইসলাম ইমন ও আশরাফুল আলম একটি করে গোল করেন। অপরদিকে পুলিশ এসসির জার্সিতে আব্দুল মালেক, নাহিদ লাবু ও ভারতের গুরজিৎ সিং একটি করে গোল করেন। এ জয়ে ৭ খেলায় ৬ জয় ও ১ ড্রয়ে মোহামেডানের সংগ্রহ এখন ১৯ পয়েন্ট। অন্যদিকে ৯ ম্যাচ শেষে ৪ জয়, ২ ড্র এবং ৩ হারে পুলিশের সংগ্রহ ১৪ পয়েন্ট।

আজ খেলার প্রথম কোয়ার্টারেই পুলিশের বিপক্ষে দাপুটে শুরু মোহামেডানের। ইমন, সারি, আশরাফুল মিলে সাদা-কালোদের ৩ গোল এনে দেন। তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করেন ইমন। আশরাফুল আলমের ফিল্ড গোলে ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। মিনিট তিনেক পর আবারও গোল উদযাপন সাদা-কালোদের। সারি পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৩-০ তে বাড়িয়ে নেন। 

শুরুর আক্রমণ সামলে উঠতে সময় লাগেনি পুলিশের। খেলার দ্বিতীয় কোয়ার্টারেই ঘুরে দাঁড়ায় এবারের আসরের চমক জাগানিয়া দল। ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান পুলিশের গুরজিৎ। পরের মিনিটেই মালেকের দারুণ এক ফিল্ড গোলে ব্যবধান আরও কমে দাঁড়ায় ৩-২ গোলে। 

দ্বিতীয় কোয়ার্টারে গোল না পাওয়া মোহামেডান তৃতীয় কোয়ার্টারে ৩১ মিনিটে সারির ফিল্ড গোলে ব্যবধান বাড়িয়ে নিয়ে যায় ৪-২ গোলে। ৪৪ মিনিটে নাহিদ লাবুর ফিল্ড গোলে ব্যবধান ৪-৩ এ কমায় পুলিশ। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুই দলই গোলের চেষ্টা চালায়। এ সময় পুলিশের বেশ কয়েকটি  আক্রমণ রুখে দেয় মোহামেডান। এমনকি খেলার শেষ দিকে পেনাল্টি কর্নার পেয়েও সমতায় ফিরতে পারেনি পুলিশ। মোহামেডানের কাছে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় মালেকদের।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম