X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘মেসি-রোনালদোদের দল হারলে কি মাঠ ছেড়ে চলে যায়’

তানজীম আহমেদ
০৮ মে ২০২৪, ১৯:২০আপডেট : ০৮ মে ২০২৪, ১৯:২০

আসলাম ওমর বেলিমের পর সেলিম লাকী দেশের আম্পায়ারদের মধ্যে বেশ নাম কুড়িয়েছেন। শুধু দেশেই নয়, দেশের বাইরেও তার বেশ সুনাম। এই তো এলিট আম্পয়ার হয়ে আজই আন্তর্জাতিক স্তরে হাফ সেঞ্চুরি পূর্ণ হয়েছে ৩৯ বছর বয়সী আম্পায়ারের! মালয়েশিয়াতে সুলতান আজলান শাহ হকিতে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচে বাঁশি বাজিয়ে নিজের ৫০তম ম্যাচ পরিচালনার অনন্য রেকর্ডে পা দিয়েছেন, যা বাংলাদেশের আর কারও নেই। তবে দেশের বাইরে বাঁশি বাজিয়ে সুনাম অর্জন করলেও দেশে ঘরোয়া হকি পরিচালনা করতে গিয়ে কিন্তু নানান বিতর্কে পড়তে হচ্ছে। এ নিয়ে পুরান ঢাকা থেকে উঠে আসা লাকীর আফসোস কম নয়।

খেলোয়াড়ী জীবনে লাকী বড় তারকা হওয়ার আগেই আম্পায়ারিংয়ে মনোযোগ দেন। ২০১২ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে নিজের  মুন্সিয়ানা দেখিয়ে যাচ্ছেন। ওই বছর এএইচএফ কাপে সিঙ্গাপুর বনাম থাইল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে বাঁশি বাজানো শুরু। এক যুগে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মাঝে করোনার সময় ম্যাচ পরিচালনা হয়নি। ১২ বছরে ৫০টি ম্যাচে আম্পায়ারিংয়ের কীর্তি গড়া হলো আজ।

এমন অভিজ্ঞতা অর্জনের পর কুয়ালামপুর থেকে লাকী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে এই আনন্দ অন্যরকম। ২০১২ সাল থেকে শুরু করেছিলাম। এখনও করে যাচ্ছি। নিজের প্রতি সৎ ছিলাম। পরিশ্রম করে যাচ্ছি। তারই ফল পাচ্ছি। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। এছাড়া ফেডারেশনও আমাকে অনেক সাহায্য করেছে।’

আন্তর্জাতিক অঙ্গনে ৪৭ বছর বয়স পর্যন্ত আম্পায়ারিং করার সুযোগ আছে। লাকী চাইছেন নিজের ফিটনেসের সঙ্গে সুনাম ধরে অন্তত এই সময়ে শততম ম্যাচ পরিচালনা করতে, ‘আমার ইচ্ছা ৪৭ বছরের মধ্যে সব ঠিক থাকলে ১০০টি ম্যাচ পরিচালনা করতে চাই। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। এশিয়ান হকি ফেডারেশন আমার পারফরম্যান্সে খুশি।’

বাইরে লাল-সবুজ পতাকার মান সমুজ্জ্বল করলেও দেশে কিন্তু ম্যাচ পরিচালনা করতে গিয়ে নানান বিতর্কের মধ্যে পড়তে হয়। লাকী অবশ্য এটাকে নিজেদের নয়, ক্লাব ও খেলোয়াড়দের মধ্যে বেশি সমস্যা দেখছেন, ‘এটা আমাদের সমস্যা নয়। সমস্যা হলো ক্লাব, খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে। দেখা যায় হকি অঙ্গনে সবাই সবার পরিচিত। অনেকেই চায় মাঠেও সেটা কাজে লাগাতে। অনেকে মনে করে পরিচয় কিংবা ঘনিষ্ঠতার সুবাদে তাদের পক্ষে বাঁশি হয়তো বাজবে। কিন্তু আমি বা আমরা যখন মাঠে নামি তখন কে কী হয় তা ভুলে যাই। নিরপেক্ষতার সঙ্গে বাঁশি বাজানোর চেষ্টা করি। কোটি টাকা খরচ করে যদি ক্লাবগুলো নিজেদের মানসিকতা বদল না করে তাহলে তো সমস্যা।’

এরপরই ক্ষোভের সঙ্গে লাকী ইউরোপিয়ান ফুটবলের উদাহরণ টেনে আনলেন, ‘বাইরের শীর্ষ ফুটবল লিগগুলোতে ক্লাব অনেক টাকা খরচ করে দল গড়ে। সেখানে মেসি-রোনালদোদের দল কি হারে না? এই জন্য কি তারা মাঠ ছেড়ে যায়! ধরে নিলাম রেফারি কোনও কারণে ভুল সিদ্ধান্ত দিলো, তাহলে সেই দলগুলো কি খেলবে না বলে মাঠ ছেড়ে আসে? আসলে মানসিকতা বদল না হলে পয়সা খরচ করেও কোনও উন্নতি হবে না। এখানে খেলোয়াড়রা আমাদেরকে গালি কিংবা গায়ে হাত দিলেও সহজে কিছু হয় না। হ্যাঁ আমরাও ভুলের ঊর্ধ্বে নই। তবে ভুল করলে আমাদেরও শাস্তি দেন।’

এরপর ক্লাবগুলোর নানান ওজর-আপত্তির কথাও তুলে ধরে এই অভিজ্ঞ আম্পায়ার বলেছেন, ‘কিছু হলেই ক্লাবগুলো আমাদের নামে অভিযোগ দিলে বলে- ওরে তারে ম্যাচ দেবেন না। তাহলে কারা আম্পায়ারিং করবে বলুন। আমরা আছিই তো ৮-৯ জন। আসলে সবাই সুবিধা চায়। কিন্তু এটা তে ঠিক নয়। ক্লাবগুলোর মধ্যে স্পোর্টিং মনোভাব গড়ে ওঠেনি। আমরা সততার সঙ্গে কাজ করছি। মাঠে কোনও ছাড় দিচ্ছি না।’

এবার প্রিমিয়ার লিগে স্মরণকালের সবচেয়ে বেশি আম্পায়ারিং নিয়ে বিতর্ক হয়েছে। বিদেশি আম্পায়ার এনেও উন্নতি হয়নি। যার কারণে এখনও লিগের শিরোপা কে পাবে, তা নিষ্পত্তি করতে সময়ক্ষেপণ চলছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ