X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ১৮:৪৯আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৮:৫৭

মুমিনুল হক তার হাতে আছে চোখ আর মনকে প্রশান্তি দেওয়া ড্রাইভ। তার এক একটি পুল শটে ফুটে উঠে শৌর্য, একেকটি লফটেড শট প্রমাণ করে সাহসিকতার। টেস্ট ক্রিকেটে দারুণ এক অর্জনে সমৃদ্ধ তার ক্যারিয়ার। অথচ মুমিনুল হককে একটা আক্ষেপ  তাড়া করে এখন। বাংলাদেশের শততম টেস্টের দল থেকে তিনি বাদ পড়েছিলেন বাজে পারফরম্যান্সের কারণে। পুরোনো ব্যথা ভুলে মুমিনুল নিজেকে প্রস্তুত করছেন অস্ট্রেলিয়া সিরিজের জন্য।

গত ১০ জুলাই থেকে শুরু হওয়া ফিটনেস ক্যাম্পে লক্ষ্যপূরণে কঠোর পরিশ্রম করে চলেছেন মুমিনুল। আজ মঙ্গলবার ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। অনুশীলন শেষে সাংবাদিকরা তার সামনে প্রশ্ন রাখেন, ‘ব্যাটিং নিয়ে নতুন কী করছেন?’ মুমিনুলের জবাবেই বোঝা যায়, অস্ট্রেলিয়া সিরিজে খেলতে তিনি কতটা মরিয়া, ‘সামনে যেহেতু টেস্ট খেলা, তাই টেস্টের মানসিকতা নিয়ে ব্যাটিং অনুশীলন করছি। টেস্ট মেজাজ নিয়ে যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারি।’

টানা ১১ টেস্টে হাফসেঞ্চুরি করে ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তির পাশে নাম লিখিয়েছেন তিনি। মুমিনুলের জন্য দেশের শততম টেস্টে খেলতে না পারার দুঃখ তাই একটু বেশিই। সর্বশেষ দুই টেস্টে ভালো করতে পারেননি, চার ইনিংসে রান করেছিলেন ১২, ২৭, ৭ ও ৫। তবে তার আগের দুই টেস্টেই তার ব্যাট থেকে এসেছিল ৬৬ ও ৬৪ রানের দুটো ঝকঝকে ইনিংস।

উপেক্ষার জবাব অবশ্য ব্যাট হাতেই দিয়েছেন ‍মুমিনুল। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১৬ ম্যাচে ৫৮৪ রান করেছেন তিনি। কিন্তু এমন দারুণ পারফরম্যান্সও তাকে সন্তুষ্ট করতে পারেনি, ‘গত লিগে যেমন উইকেট ছিল তাতে আমার আরও ২৫০ থেকে ৩০০ রান করা উচিত ছিল। সেই সঙ্গে আরও দুটি সেঞ্চুরি।’

মুমিনুলের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল গত মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট। এরপর টাইগাররা আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে গেলেও তিনি ছিলেন দেশেই। ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে দলের বাইরে থাকা ‍মুমিনুলকে আবার হয়তো জাতীয় দলে দেখা যাবে আগামী মাসের শেষ দিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে। এত দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার অনুভূতি জানতে চাইলে তার দার্শনিকসুলভ প্রতিক্রিয়া, ‘আগে অনেক কষ্ট হতো। এখন তেমন হয় না। চেষ্টা করি বিষয়টা মাথায় না রাখার।’

২২ টেস্টে ৪টি সেঞ্চুরি সহ ১ হাজার ৬৮৮ রান করা করা মুমিনুলের লক্ষ্য একটাই, সুযোগ পেলে যতটা সম্ভব ইনিংস বড় করা, ‘টেস্ট ক্রিকেটে ৫০-৬০ রান তেমন বড় কিছু নয়। ১০০ বা তার বেশি হলে দলের জন্য অবদান রাখা যায়। আমি সেই মানসিকতা নিয়েই অনুশীলন করে যাচ্ছি। দলের প্রয়োজনে বড় ইনিংস খেলতে চাই।’

/আরআই/এএআর/

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত