X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মুশফিকের পরামর্শে স্মিথ বোল্ড!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৭, ২২:৫১আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ২২:৫৬

মিরাজের বলে বোল্ড হয়ে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ স্টিভেন স্মিথ যে স্পিন বোলিং খেলতে পারদর্শী, সে কথা বাংলাদেশ দলের কারও অজানা নয়। প্রথম দিন শেষে অপরাজিত অস্ট্রেলীয় অধিনায়ককে দ্রুত ফিরিয়ে দেওয়া জরুরি ছিল টাইগারদের জন্য। সোমবার সকালেই কাঙ্ক্ষিত উইকেটটি দলকে উপহার দিতে পেরে মেহেদী হাসান মিরাজ উচ্ছ্বসিত। গত বছর ইংল্যান্ড-বধের নায়ক জানালেন, অধিনায়ক মুশফিকুর রহিমের পরামর্শে কীভাবে ফিরিয়ে দিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ককে।

দিনের তৃতীয় ওভারেই শেরে বাংলা স্টেডিয়ামকে উল্লাসে ভাসিয়ে দিয়েছেন মিরাজ, একটু এগিয়ে খেলতে গিয়ে ফ্লাইটে বিভ্রান্ত স্মিথ বোল্ড হয়ে ফিরে এসেছেন মাত্র ৮ রান করে।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার সবচেয়ে মূল্যবান উইকেট শিকারের পেছনের গল্পটা বললেন মিরাজ, “স্মিথের জন্য আমাদের একটা পরিকল্পনা ছিল। মুশফিক ভাই বলেছিলেন, ‘স্মিথকে যদি রাউন্ড দ্য উইকেটে ভালো জায়গায় বল করতে পারিস, তাহলে সে আটকে যাবে। সে ওই ধরনের বল খেলতে পারে না, পায়ের ব্যবহার করতে পারে না, সামনে গিয়ে খেলে। সেক্ষেত্রে অনেক সময় বল টার্ন করে স্টাম্পড কিংবা ক্যাচ আউট হওয়ার সুযোগ থাকে।’ আমি মুশফিক ভাইয়ের কথা মতো বল করার চেষ্টা করেছি। রাউন্ড দ্য উইকেটে ঠিক জায়গায় বল করেছি, আর তা কাজে লেগেছে।”

স্মিথের উইকেট নিতে পেরে বাংলাদেশের তরুণ অফস্পিনার উচ্ছ্বসিত, ‘তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তাই তাকে আউট করতে পেরে খুব ভালো লেগেছে।’

গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে মিরাজের চমকজাগানো টেস্ট অভিষেক। মিরপুর টেস্টের প্রথম ইনিংস শেষে তার উইকেট ৩৮টি। ক্রিকেট মাঠে প্রতিনিয়ত শেখার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন জায়গা। এখানে ব্যাটসম্যানরা দ্রুত বোলারদের পড়ে ফেলতে পারে। আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। ম্যাচে কীভাবে এগোতে হবে, কোন পরিস্থিতিতে কীভাবে বল করতে হবে বোঝার চেষ্টা করছি। ছোট ছোট অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করছে।’ 

আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!