X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

লিভারপুল ‘মেশিন’ থামাবেন পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০১৮, ২০:১৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২০:৩৬

মোহাম্মদ সালাহকেই বেশি ভয় পিএসজির লিভারপুলে ভয় থাকাটা স্বাভাবিক, অ্যানফিল্ডে তাদের বিপক্ষে হেরেই যে এবারের চ্যাম্পিয়নস লিগ শুরু হয়েছিল প্যারিস সেন্ত জার্মেইয়ের। এবার পার্ক দে প্রিন্সেসে ইংলিশ ক্লাবটির মুখোমুখি ফরাসি চ্যাম্পিয়নরা। ঘরের মাঠের লড়াইয়ে লিভারপুলকে ‘মেশিন’ হিসেবে উল্লেখ করলেও তাদের থামাতে পারবে বলে বিশ্বাস পিএসজি কোচ থোমাস টুখেলের।

চলতি মৌসুমেও ইয়ুর্গেন ক্লপের অধীনে দারুণ সময় কাটাচ্ছে লিভারপুল। যদিও অ্যাওয়ে ম্যাচে খুব ভুগতে হচ্ছে তাদের, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে। ইউরোপিয়ান প্রতিযোগিতাটির টানা চার অ্যাওয়ে ম্যাচে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অলরেডদের। প্যারিস সফরে তাই তাদের জন্য অপেক্ষা করছে বিশাল পরীক্ষা।

চ্যাম্পিয়নস লিগের ‘সি’ গ্রুপের লড়াই জমজমাট। নাপোলি ও লিভারপুল ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পিএসজি (৫) ও রেড স্টার বেলগ্রেড (৪)। চার দলেরই সুযোগ আছে নকআউট পর্বে নাম লেখানোর।

বুধবার রাতের ম্যাচে একটা দিক থেকে সুবিধাজনক জায়গায় থাকার কথা পিএসজির। ম্যাচটি তাদের মাঠে এবং লিভারপুলের অ্যাওয়ে ম্যাচের ‘জুজু’। যদিও ক্লপের দলকে সমীহ করছেন পিএসজি কোচ। টুখেল বলেছেন, ‘সবমিলিয়ে তাদের পারফরম্যান্সে আমি মোটেও অবাক নই। ইয়ুর্গেন (ক্লপ) দারুণ কাজ করছে, ও দারুণ এক কোচ, যেটা আমরা (লিভারপুলে) তার সাড়ে তিন বছরের অর্জনে দেখেছি। সে তার চমৎকার কাজ দিয়ে প্রতি বছরই মেশিন মাঠে নামিয়েছে।’

রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে আগের অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে হেরেছিল লিভারপুল। প্যারিসে অবশ্য অন্য লিভারপুলকে দেখছেন তিনি। প্রতিপক্ষের এত প্রশংসা ঝরালেও নিজেদের সামর্থ্যে পূর্ণ বিশ্বাস আছে টুখেলের। লিভারপুলকে আটকানোর ছক ইতিমধ্যে কষে রেখেছেন তিনি, ‘আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী। আমাদের কাছে অস্ত্র আছে, প্রতিভা আছে এবং সব ধরনের গুণমান আছে, যা দিয়ে এই ম্যাচটা নিজেদের করে নেওয়া যায়।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল