X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সুপার ওভারে খুলনার হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ১৮:১৪আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৯:২৩

ফ্রাইলিঙ্কের রান আউটে ম্যাচ গড়ায় সুপার ওভারে তীরে গিয়ে তরী ডুবলো খুলনা টাইটানসের। নিশ্চিত জিততে যাওয়া ম্যাচ হাত ফসকে সুপার ওভারে গেলে সেখানেও ভাগ্য সহায় হলো না তাদের। রবি ফ্রাইলিঙ্কের দুর্দান্ত পারফরম্যান্সে সুপার ওভারে চিটাগং ভাইকিংস পেয়েছে রোমাঞ্চকর জয়। বিপরীতে টানা চতুর্থ ম্যাচ হারলো খুলনা।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২০ ওভারে খুলনার ৬ উইকেটে করা ১৫১ রানের জবাবে ভাইকিংস নির্ধারিত ওভারে ৮ উইকেটে করে একই স্কোর। টাই হওয়ায় ফল নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় সুপার ওভারে। বিপিএল ইতিহাসের প্রথম টাই ম্যাচের সুপার ওভারে প্রথমে ব্যাটিংয়ে নামা ভাইকিংস করে ১১ রান। জবাবে খুলনা ২ উইকেটে ৯ রানের বেশি করতে পারেনি।

শনিবার দিনের প্রথম খেলার সবটুকু আলো পড়েছে রবি ফ্রাইলিঙ্কের ওপর। হারতে যাওয়া ম্যাচে উত্তেজনা ফেরানো, আবার তার ভুলেই শেষ বলে ভাইকিংসের ১ রান নিতে না পারা এবং সবশেষে তার দুর্দান্ত বোলিংয়ে মুশফিকদের সুপার ওভার জয়। ভাইকিংসের এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার নিশ্চিত হারতে বসা ম্যাচকে নিয়ে যান সুপার ওভারে। জয়ের জন্য শেষ ওভারে ভাইকিংসের দরকার ছিল ১৯ রান। ফ্রাইলিঙ্কের চমৎকার ব্যাটিংয়ে জিততে না পারলেও টাই করে তারা।  ১৩ বলে ২৩ রান করে শেষ বলে রান আউট হন তিনি।

জয় নিশ্চিত হওয়ার পর ফ্রাইলিঙ্কের সঙ্গে মুশফিকের উদযাপন সুপার ওভারে গড়ানো ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নামে ভাইকিংস। খুলনা পেসার জুনায়েদ খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক ওভারে মুশফিকুর রহিমরা করতে পারে ১১ রান। এই লক্ষ্যটাই কঠিন করে তোলেন ফ্রাইলিঙ্ক। চমৎকার বোলিংয়ে খুলনাকে তিনি করতে দেন ৯ রান।

তার আগে ১৫২ রানের লক্ষ্যে নেমে ইয়াসির আলীর ৩৪ বলে ৪১ রান এবং এক চার ও দুটি ছয়ে সাজানো মুশফিকের ২৬ বলে ৩৪ রানের ইনিংস লড়াইয়ে রাখে ভাইকিংসকে। তারপরই ফ্রাইলিঙ্কের ঝলক। তার অলরাউন্ড নৈপুণ্যে খুলনা থাকলো হারের বৃত্তে।

সুপার ওভারে ব্যর্থ হওয়া খুলনা টানা চার ম্যাচ হারলো। চলতি বিপিএলে তাই জয়হীনভাবেই থাকতে হলো মাহমুদউল্লাহদের। রংপুর রাইডার্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর দলটি হেরেছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের বিপক্ষে। আর শনিবার ভাইকিংসের বিপক্ষে হেরে জয়হীনভাবেই ঢাকার প্রথম পর্ব শেষ করলো তারা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!