X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘সামনের বিপিএল খেলার ইচ্ছা আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩২

‘সামনের বিপিএল খেলার ইচ্ছা আছে’ নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে মাশরাফি এখন সংসদ সদস্য। সামনের বিশ্বকাপ খেলেই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তারপর কি ক্রিকেট মাঠে আর দেখা যাবে না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে? পরিষ্কার করে কিছু না বললেও সামনের বিপিএল খেলার ইচ্ছার কথা জানিয়ে রাখলেন মাশরাফি।

বুধবার শেষ হয়ে গেছে মাশরাফির বিপিএল। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তার দল রংপুর রাইডার্স কোয়ালিফায়ারে হেরে ফাইনাল খেলার সুযোগ হারিয়েছে। তাহলে কি শেষ হয়ে গেল মাশরাফির বিপিএল ক্যারিয়ার? বিশেষ করে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর যে গুঞ্জন আছে, তাতে করে এই প্রশ্ন সামনে আসাটা অস্বাভাবিক নয়।

২০০১ সালে ১৭ বছর বয়সে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন মাশরাফি। এরপর চার দিনের কোনও ম্যাচ না খেলেই অভিষেক হয়ে যায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে। টেস্ট সিরিজ শেষে একই দলের বিপক্ষে ওয়ানডেতেও অভিষেক মাশরাফির। সব মিলিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি পথচলা শুরু ২০০১ সালে। ক্রিকেট ক্যারিয়ারের ১৮ বছর পেরিয়ে মাশরাফি এখন পা দিয়েছেন ১৯ বছরে।

মাশরাফির স্বপ্ন অন্তত ২০ বছর ক্রিকেট খেলা। বিপিএলের চারটি শিরোপার মালিক বুধবারের ম্যাচ শেষে বলেছেন, ‘আল্লাহ বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে বিপিএল চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে কী হবে, জানি না। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। বিপিএলের টামিংটা মিলে গেলে আমার খেলতে কোনও সমস্যা নেই।’

তাহলে আর কত বছর খেলবেন মাশরাফি? বললেন, ‘সবসময় ইচ্ছা ছিল ২০ বছর ক্রিকেট খেলার। শুধু যে আন্তর্জাতিক ক্রিকেট তা নয়, বিপিএল, প্রিমিয়ার লিগ এগুলো আমাদের বড় টুর্নামেন্ট। এখান থেকেই সবাই জাতীয় দলে যায়। আমার ইচ্ছা ২০ বছর ক্রিকেট খেলার। হবে কিনা জানি না। তবে ইচ্ছা আছে।’

৯ ফেব্রুয়ারি রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন মাশরাফি। জাতীয় দল যখন নিউজিল্যান্ডে ওয়ানডে খেলতে ব্যস্ত থাকবে, তখন শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ। মাশরাফি এবারের প্রিমিয়ার লিগ খেলবেন না। অবশ্য কেবল তিনি নন, দলের সিনিয়র অনেক ক্রিকেটারই প্রিমিয়ার লিগ খেলবেন না বলে জানিয়েছেন মাশরাফি, ‘টানা খেলার ধকল সামলাতে পারব না। নিউজিল্যান্ড থেকে ফিরে চিকিৎসার জন্য ভারতে যেতে হবে। যদিও বা খেলি তাহলে সুপার লিগ থেকে খেলব। কেবল আমিই না, দলের অনেকেই এবার প্রিমিয়ার লিগ খেলবেন না।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়