X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘সামনের বিপিএল খেলার ইচ্ছা আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩২

‘সামনের বিপিএল খেলার ইচ্ছা আছে’ নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে মাশরাফি এখন সংসদ সদস্য। সামনের বিশ্বকাপ খেলেই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তারপর কি ক্রিকেট মাঠে আর দেখা যাবে না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে? পরিষ্কার করে কিছু না বললেও সামনের বিপিএল খেলার ইচ্ছার কথা জানিয়ে রাখলেন মাশরাফি।

বুধবার শেষ হয়ে গেছে মাশরাফির বিপিএল। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তার দল রংপুর রাইডার্স কোয়ালিফায়ারে হেরে ফাইনাল খেলার সুযোগ হারিয়েছে। তাহলে কি শেষ হয়ে গেল মাশরাফির বিপিএল ক্যারিয়ার? বিশেষ করে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর যে গুঞ্জন আছে, তাতে করে এই প্রশ্ন সামনে আসাটা অস্বাভাবিক নয়।

২০০১ সালে ১৭ বছর বয়সে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন মাশরাফি। এরপর চার দিনের কোনও ম্যাচ না খেলেই অভিষেক হয়ে যায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে। টেস্ট সিরিজ শেষে একই দলের বিপক্ষে ওয়ানডেতেও অভিষেক মাশরাফির। সব মিলিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি পথচলা শুরু ২০০১ সালে। ক্রিকেট ক্যারিয়ারের ১৮ বছর পেরিয়ে মাশরাফি এখন পা দিয়েছেন ১৯ বছরে।

মাশরাফির স্বপ্ন অন্তত ২০ বছর ক্রিকেট খেলা। বিপিএলের চারটি শিরোপার মালিক বুধবারের ম্যাচ শেষে বলেছেন, ‘আল্লাহ বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে বিপিএল চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে কী হবে, জানি না। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। বিপিএলের টামিংটা মিলে গেলে আমার খেলতে কোনও সমস্যা নেই।’

তাহলে আর কত বছর খেলবেন মাশরাফি? বললেন, ‘সবসময় ইচ্ছা ছিল ২০ বছর ক্রিকেট খেলার। শুধু যে আন্তর্জাতিক ক্রিকেট তা নয়, বিপিএল, প্রিমিয়ার লিগ এগুলো আমাদের বড় টুর্নামেন্ট। এখান থেকেই সবাই জাতীয় দলে যায়। আমার ইচ্ছা ২০ বছর ক্রিকেট খেলার। হবে কিনা জানি না। তবে ইচ্ছা আছে।’

৯ ফেব্রুয়ারি রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন মাশরাফি। জাতীয় দল যখন নিউজিল্যান্ডে ওয়ানডে খেলতে ব্যস্ত থাকবে, তখন শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ। মাশরাফি এবারের প্রিমিয়ার লিগ খেলবেন না। অবশ্য কেবল তিনি নন, দলের সিনিয়র অনেক ক্রিকেটারই প্রিমিয়ার লিগ খেলবেন না বলে জানিয়েছেন মাশরাফি, ‘টানা খেলার ধকল সামলাতে পারব না। নিউজিল্যান্ড থেকে ফিরে চিকিৎসার জন্য ভারতে যেতে হবে। যদিও বা খেলি তাহলে সুপার লিগ থেকে খেলব। কেবল আমিই না, দলের অনেকেই এবার প্রিমিয়ার লিগ খেলবেন না।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন