X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাঠের বাইরের অস্থিরতায় শ্রীলঙ্কার ভরাডুবি?

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৪

শ্রীলঙ্কান হেড কোচ হাথুরুসিংহে, সঙ্গে দিনেশ চান্ডিমাল। চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর পারফরম্যান্সের গ্রাফ খুব একটা উঁচুতে নেই শ্রীলঙ্কার। গত অক্টোবরের পর থেকে জয় নেই লঙ্কানদের। বর্তমান প্রশাসকও খুব একটা সন্তুষ্ট নয় কোচের ওপর। সম্প্রতি নিয়মিত টেস্ট অধিনায়ককেও সরিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে। এই অবস্থায় সার্বিক বিষয়ে কথা বলতে গিয়ে মাঠের বাইরের অস্থিরতাকে ‘কাঠগড়ায়’ তুললেন শ্রীলঙ্কার এই হেড কোচ।

মাঠের বাইরে চলমান নানা প্রসঙ্গ কীভাবে লঙ্কান সাজঘরে অস্থিরতা সৃষ্টি করেছে তা বিশদভাবে সাক্ষাৎকারে জানালেন হাথুরুসিংহে, ‘আইসিসির ফিক্সিং অভিযোগের একটা প্রভাব রয়েছে। নভেম্বরের শেষ দিকে নির্বাচক পাল্টেছে। আবার নির্বাচকরা পাল্টানোর পর নেতৃত্বেও পরিবর্তন এসেছে। এমনকি কোচিং প্যানেলেও একই অবস্থা। সব মিলে তৈরি হয়েছে অনিশ্চয়তা।যা খেলোয়াড়দের ওপরে প্রভাব ফেলেছে। তারা বুঝতে পারছিলো না কাদের ওপর এই সময়ে নির্ভর করবে। এমন সময়ে যার যার স্বার্থের দিকেই মানুষ বেশি নজর দেয়।’

সম্প্রতি সফরে থাকাকালীন নির্বাচকের ভূমিকা থেকে বাদ দেওয়া হয়েছে হাথুরুসিংহেকে। অস্ট্রেলিয়া সফরে এমন তাৎক্ষণিক সিদ্ধান্ত আসে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় থেকে। কোনও কিছু না জানিয়ে এমনটি করার বিষয়টি ভালো লাগেনি হাথুরুসিংহের কাছে, ‘যা হয়েছে তা আমার নিয়ন্ত্রণে ছিলো না। বোর্ড আমার প্রতি আস্থা রেখেছিলো এই দায়িত্ব দিয়ে। ওরা এখন তা কেড়ে নিয়েছে, অবশ্যই তার একটি কারণ আছে। তবে যেভাবে এটা করা হয়েছে সেটা প্রশ্নবিদ্ধ। সিরিজের মাঝপথে করা হয়েছে। আমার খারাপ লাগার জায়গা হলো যেভাবে এটা করা হলো। কোনও যোগাযোগ না করে এমনটি করা হয়েছে-এই আমার প্রশ্ন।’

নিয়মিত অধিনায়ক দিনেশ চান্ডিমালকে সরিয়ে নেওয়াতেও বেশ অবাক হয়েছেন লঙ্কান হেড কোচ, ‘তাতো অবশ্যই। আমার সঙ্গে এ নিয়ে কোনও যোগাযোগই করা হয়নি। বিমানে চড়বার আগ পর্যন্ত এ নিয়ে কোনও ধারণাই ছিলো না।’

অক্টোবরের পর থেকে জয় না পাওয়ায় তা সবার ওপর চাপ ফেলেছে বলে মনে করেন শ্রীলঙ্কান কোচ। তিনি জানান, ‘এটা সবার ওপর চাপ তৈরি করছে। আমরা সার্বিকভাবে বলতে গেলে দুর্ভাগাই বলা লাগে। বিশেষ করে ইংল্যান্ড সিরিজে। সেখানে কম করে হলেও দুটি টেস্ট জেতার কথা ছিলো। তবে অনেক কিছুই হয়েছে যা আমাদের হাতে ছিলো না। হেরাথ অবসরে গেছে, আবার আকিলা অবৈধ অ্যাকশনে অভিযুক্ত। সব কিছু আমাদের হয়ে কথা বলেনি। আমাদেরও বেশ কিছু ভুল ছিলো।’-ক্রিকইনফো। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী