X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্য পূরণ হওয়ার আনন্দ বাংলাদেশ ফুটবল দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৯, ২২:৫৫আপডেট : ১২ জুন ২০১৯, ১৮:০৪

দারুণ সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশ ২০১৬ সালে এএফসি এশিয়ান কাপে ভুটানের কাছে হেরে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ছিল নির্বাসিত। র‌্যাংকিংয়েও নিচের দিকে নামতে থাকে তারা। পরে মাঠে ফিরলেও অনেক লড়াই করতে হয়েছে দলকে। র‌্যাংকিংয়ে এশিয়ার সেরা ৩৪ এ না থাকায় খেলতে হয়েছে কাতার বিশ্বকাপের প্রাক বাছাই। সেখানেই লাওস বাধা উতরে এশিয়ার শীর্ষ ৪০ দলের একটি হয়ে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ। লক্ষ্য পূরণ হওয়ার আনন্দ প্রকাশ করলেন কোচ ও অধিনায়ক।

গোল করতে পারেনি বাংলাদেশ। অগণিত সুযোগ নষ্ট করার আক্ষেপ থাকা স্বাভাবিক। তবে এনিয়ে গত তিন ম্যাচে নিজেদের গোলপোস্ট অক্ষত রাখাও তো ইতিবাচক। সেটাই মনে করিয়ে দিলেন জেমি। তাই এখন এই সাফল্য উদযাপন করতে চান তিনি, ‘আমরা শেষ তিন ম্যাচ প্রতিপক্ষকে গোল করতে দেইনি। কম্বোডিয়ার পর লাওসের বিপক্ষে প্রথম লেগ জিতেছি, ড্র করেছি।’

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি কোচ ও অধিনায়ক ম্যাচ শেষে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমরা বিশ্বকাপ বাছাই পর্বে গিয়েছি। এটাই এখন সত্যি। যদিও এই ম্যাচে গোল করতে পারেনি দল। তবে সুযোগ পেয়েছিল অনেক। ছেলেরা ভালো খেলেছে। আগামী ২৪ ঘণ্টা আমরা এই জয়টা উদযাপন করবে।’

দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলে নির্বাসনে থাকার পর আবার ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। একে দারুণ অর্জন মানছেন ইংলিশ কোচ। লক্ষ্য পূরণ হওয়ার কথা জানালেন জেমি, ‘যদি আমরা আরও ভালো খেলার পরও হারতাম এবং বিশ্বকাপ বাছাইয়ে যেতে ব্যর্থ হতাম, তাহলে কি কিছু হতো? ভালো খেলাটা হতো অর্থহীন। কিন্তু আমরা যেমন করে খেলেই হোক, সত্যটা হলো আমরা বাছাই পর্বে। আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। এতেই আমি খুশি।’

জেমির এই কথায় সুর মেলালেন অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশি এই ফরোয়ার্ড বলেছেন, ‘আমরা হয়তো সুন্দর ফুটবল খেলতে পারিনি, কিন্তু বাছাই পর্বে তো গিয়েছি। সবসময় ভালো ফুটবল খেলা কঠিন। একই কৌশলে সবসময় খেলাও যায় না। যদি আমরা টিকিটাকা খেলতাম, কিন্তু বাছাই পর্বে উঠতে ব্যর্থ হতাম তাহলে কী হতো! বাছাই পর্বে ওঠার উৎসব কীভাবে করবো সেটা বলতে চাইছি না।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!