X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আবার মোহামেডানকে হারালো শেখ রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৯, ২২:০৩আপডেট : ১৭ জুন ২০১৯, ০০:৫৯

শেখ রাসেল এবারও জিতেছে বড় স্কোরে গোল পাল্টা গোলে শেখ রাসেল ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ জমে উঠেছিল। কিন্তু শেষ দিকে পেরে ওঠেনি মোহামেডান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয়বারের দেখায় আবারও হারলো তারা। শেখ রাসেল জিতেছে ৪-২ গোলে। রবিবার আরেক ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

এই জয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের (৪৩) সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান কমালো শেখ রাসেল। সমান ১৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৬। আর এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী লিমিটেড। ১৬ ম্যাচে নবম হারে ১৩ পয়েন্ট নিয়ে দশে মোহামেডান।

সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রায় এক ঘণ্টা পর্যন্ত দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়। ১০ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। ডিফেন্ডার বিশ্বনাথের লম্বা থ্রো-ইন থেকে ফরোয়ার্ড বিপলু আহমেদ বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলকিপার পাপ্পু হোসেনকে পরাস্ত করেন।

যদিও বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি শেখ রাসেল। ৬ মিনিট পর মোহামেডান ম্যাচে সমতা ফেরায়। বক্সের মধ্যে বল পেয়ে তকলিছ আহমেদ চমৎকার হেডে গোলকিপার আশরাফুল ইসলাম রানার মাথার উপর দিয়ে জালে জড়ান।

অবশ্য ৩ মিনিট শেখ রাসেল আবার এগিয়ে যায়। নাইজেরিয়ার ডিফেন্ডার আলিসন উদোকা ১৯ মিনিটে করেন ২-১। বিরতির পর আবার পাল্টা গোল করে মোহামেডান। ৪৮ মিনিটে মিডফিল্ডার ইউসুফ সিফাতের ক্রসে তকলিছের হেডে সমতা ফেরায় তারা।

তবে শেষ ২০ মিনিটে শেখ রাসেলের দুই গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। ৭০ মিনিটে বক্সের ভেতরে ফাঁকা জায়গায় বল পেয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোয়িন গোলকিপারের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করেন। খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে আবারও ওদোয়িনের গোল, তাতে জয় সুনিশ্চিত হয় শেখ রাসেলের। আগের দেখায় তারা ৩-০ গোলে হারিয়েছিল মোহামেডানকে।

এদিন বিকালে আগের ম্যাচে একই মাঠে আরামবাগ ও চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হয়। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউর ৬৩ মিনিটের একমাত্র গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে আরামবাগ।

১৬ ম্যাচে আরামবাগ ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন