X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডকে হারানোর উপায় জানে অস্ট্রেলিয়া: স্টার্ক

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০১৯, ১৮:৪৭আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৯:০৯

আগের দেখায় ইংল্যান্ডের ৪ উইকেট নেন স্টার্ক ইংল্যান্ডকে কিভাবে হারাতে হবে সেটা বুঝে গেছে অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপেই রাউন্ড রবিন লিগে তারা স্বাগতিকদের বিপক্ষে পেয়েছে ৬৪ রানের দাপুটে জয়। সেমিফাইনালের আগে লর্ডসে পাওয়া ওই সাফল্য উজ্জীবিত করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে হতে যাওয়া সেমিফাইনালে ইংল্যান্ডকে আবারও হারানোর উপায় জানালেন মিচেল স্টার্ক। ৯ ম্যাচে ২৬ উইকেট নেওয়া এই অজি পেসারের বিশ্বাস, ইংল্যান্ডের দ্রুত কয়েকটি উইকেট শিকার করতে পারলে ধরা দেবে জয়।

লর্ডসে গত ২৫ জুন অস্ট্রেলিয়া ৭ উইকেটে করে ২৮৫ রান। তারপর ইংল্যান্ডকে তারা গুটিয়ে দেয় ২২১ রানে। ওই ম্যাচে দ্বিতীয় বলে জেমস ভিন্সকে মাঠ ছাড়া করে অজিরা। লক্ষ্যে ছুটতে গিয়ে স্বাগতিকরা একসময় ৫৩ রানে হারায় ৪ উইকেট। ইংলিশদের ধসে দিতে জেসন বেহরেনডর্ফ নেন ৫ উইকেট, আর স্টার্ক ৪৩ রানে নেন ৪টি।

বাঁহাতি এই সিমার আবারও সাফল্য পেতে আশাবাদী, ‘শেষবার যখন ইংল্যান্ডের বিপক্ষে খেললাম, তখন দ্রুত উইকেট নেওয়াটাই ছিল সাফল্যের কারণ। এটাই আমাদের জন্য দৃষ্টান্ত।’

ওই ম্যাচে ছিলেন না ওপেনার জেসন রয়। ইংল্যান্ডের এই ব্যাটসম্যানের ফেরা কিছুটা ভাবাচ্ছে অজিদের। এনিয়ে স্টার্ক বলেছেন, ‘এই ম্যাচে তারা জেসন রয়কে পাবে। আমরা কোনও কিছু পাল্টাব কিনা সেটা নিয়ে আলোচনার জন্য কয়েক দিন আছে। কিন্তু শেষবার যখন আমরা ইংল্যান্ডের বিপক্ষে খেললাম, সেটা ছিল অনুকরণ করার মতো।’

এই বিশ্বকাপে দুটি ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া। স্টার্কের মতে, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্রুত উইকেট নিতে পারেনি দেখেই জয়ের স্বাদ পায়নি তারা। হেরে রাউন্ড রবিন লিগ শেষ করেছে অজিরা। সেমিফাইনালে ওই ব্যর্থতা প্রভাব ফেলবে না মনে করেন স্টার্ক। এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে গ্লেন ম্যাকগ্রার সঙ্গে ভাগ বসানো এই পেসার বলেছেন, ‘বিশ্বকাপ জিততে হলে প্রত্যেককে হারাতে হবে আপনার। সেমিফাইনালে এখন আমাদের সামনে বড় ম্যাচ। আশা করি আমরা তাদের হারাবো এবং আরেকটি ফাইনালে পা রাখবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!