X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘ভুল’ স্বীকার করলেও আক্ষেপ নেই ধর্মসেনার

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৯, ১৯:০২আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৯:২৬

ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সংকেত দিচ্ছেন কুমার ধর্মসেনা নাটকে ভরপুর বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে নিউজিল্যান্ডের। বিপরীতে ইংল্যান্ডের সাফল্যের গল্পে রয়েছে ভাগ্যের ছোঁয়া। ওভার থ্রো থেকে আসা ৬ রানে পাশার দান যায় উল্টে। ফিল্ড আম্পায়ারের ওই সিদ্ধান্ত নিয়েই ওঠে নানান প্রশ্ন। যিনি ৬ রানের সংকেত দিয়েছিলেন, সেই কুমার ধর্মসেনাও স্বীকার করছেন ‘ভুল’ হয়েছিল তার। যদিও ওই সিদ্ধান্তে কোনও আক্ষেপ নেই শ্রীলঙ্কান আম্পায়ারের।

লর্ডসের শ্বাসরুদ্ধকর ফাইনালে হারতে বসা ম্যাচ টাইয়ে শেষ করেছিল ইংল্যান্ড। মার্টিন গাপটিলের থ্রো বেন স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি না হলে ফাইনালের ফল অন্যরকম হতে পারতো। দৌড়ে ২ রান নেওয়ার সঙ্গে বাউন্ডারি মিলিয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সংকেত দেন আম্পায়ার ধর্মসেনা। লেগ আম্পায়ার ম্যারাইস এরাসমাসের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

ধর্মসেনার এই সিদ্ধান্তকে ‘ভুল’ হিসেবে উল্লেখ করেছিলেন সাবেক আম্পায়ার সাইমন টফেল। তিনি ছাড়াও অনেক সাবেক-বর্তমান ক্রিকেটারের সঙ্গে বিশ্লেষকরা ৬ রানের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। যাতে বিশ্বকাপ শেষ হয়ে গেলেও লঙ্কান আম্পায়ারকে নিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা। বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর ‍এই বিষয়ে মুখ খুলেছেন ধর্মসেনা।

শ্রীলঙ্কান পত্রিকা ‘সানডে টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘টিভি রিপ্লে দেখে মন্তব্য করা খুব সহজ। এখন টিভি রিপ্লে দেখার পর আমি নিজেও বুঝতে পেরেছি সিদ্ধান্তটা ভুল ছিল। তবে আমার সামনে তো রিপ্লে দেখার জন্য বড় কোনও টিভি ছিল না, তাই এই সিদ্ধান্ত নিয়ে আমার কোনও আক্ষেপ নেই।’ বরং আইসিসি থেকে প্রশংসা পাওয়ার কথাই শুনিয়েছেন ৪৮ বছর বয়সী সাবেক অলরাউন্ডার।

আইসিসির ১৯.৮ ধারা অনুযায়ী, ‍থ্রো করার সময় দুই ব্যাটসম্যান ‍একে অন্যকে পেরিয়ে গেলে ওই রান ওভার থ্রো থেকে গণনা করা হবে। কিন্তু গাপটিল যখন থ্রো করেছিলেন স্টোকস ও আদিল রশিদ প্রথম রান শেষ করে দ্বিতীয় রান নেওয়ার সময় নিজেদের ক্রস করতে পারেননি। সেই হিসেবে ইংল্যান্ড ৬ নয়, পাবে ৫ রান। ধর্মসেনার সিদ্ধান্তে পাওয়া ওই ১ রানেই ম্যাচ টাই করে ইংল্যান্ড।

ওই অবস্থায় থার্ড আম্পায়ারের সাহায্য তো নেওয়া যেত? ধর্মসেনার ব্যাখ্যা, ‘এখানে আউটের কোনও বিষয় ছিল না, তাই থার্ড আম্পায়ারের সাহায্য নেওয়ার কোনও নিয়ম আইনে নেই। তাই আমি লেগ আম্পায়ারের সঙ্গে প্রযুক্তির সাহায্যে কথা বলছিলাম, যে কথা অন্য আম্পায়াররা ও ম্যাচ রেফারিও শুনতে পাচ্ছিলেন। এই অবস্থায় তারাও টিভি রিপ্লে চেক করেনি, তারা সবাই নিশ্চিত করেছিল রান পূর্ণ হয়েছে। এই কারণেই ‍আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম।’

এই সিদ্ধান্তকে ‘সাধারণ’ হিসেবেই দেখছেন ধর্মসেনা, ‘ভুল করে একজন আম্পায়ার ওয়াইড কিংবা নো-বল দিতে পারে, আর সেটা বুঝতে পারবেন ‍আপনি ওই টিভি রিপ্লের কারণেই। এই অবস্থায় তো আমরা পিছিয়ে আসতে ও ম্যাচ পাল্টে দিতে পারি না। ওই বিষয়গুলোরই একটি এই (ফাইনালের) ঘটনা।’ ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন