X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘টানা দুবার চ্যাম্পিয়ন হয়ে আমরা দারুণ খুশি’

রবিউল ইসলাম
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৪

‘কঠিনেরে ভালোবাসিলাম’-এটাই যেন সানজিদা ইসলামের মূলমন্ত্র! স্কটল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ দল যতবার বিপদে পড়েছে, ততবার জ্বলে উঠেছে তার ব্যাট। সেমিফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২ রানের পর থাইল্যান্ডের বিপক্ষে ফাইনালে সানজিদার অবদান ৭১ রান। দুবারই তিনি অপরাজিত এবং ম্যাচসেরা। বাছাই পর্বে বাংলাদেশের শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে তার অবদান বিশাল। শিরোপা জয়ের পরদিন বাংলা ট্রিবিউনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সানজিদার কণ্ঠে ছিল উচ্ছ্বাসের ছোঁয়া।  

অপরাজিত ৭১ রানের দুর্দান্ত ইনিংস ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার এনে দিয়েছে সানজিদাকে বাংলা ট্রিবিউন:  এমন দুর্দান্ত জয়ের পর কালকের রাতটা নিশ্চয়ই দারুণ আনন্দে কেটেছে।

সানজিদা: তা তো অবশ্যই! আমরা অনেক আনন্দ করেছি, সারা রাত উৎসব করে কাটিয়েছি। কাল রাতেই চেয়ারম্যান স্যার (শফিউল আলম চৌধুরী নাদেল) আমাদের সম্মানে ডিনার দিয়েছিলেন। ডিনার শেষে আমরা রুমে বসে আড্ডা দিয়েছি। বাছাই পর্বে টানা দুবার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছি বলে আমরা দারুণ খুশি।

বাংলা ট্রিবিউন: ফাইনালের পর থাইল্যান্ডের মেয়েদের নিয়ে মাঠের এক কোণে উৎসবে মেতে উঠেছিলেন আপনারা। ওদের নিয়ে শিরোপা উদযাপনের কারণ কী?

সানজিদা: ৪/৫ বছর আগে যখন থাইল্যান্ডের সঙ্গে খেলেছিলাম, তখন তাদের ক্রিকেটের মান বেশ খারাপ ছিল। তবে এখন ওরা অনেক উন্নতি করেছে। ফাইনালে হেরে গেলেও প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করতে পেরে থাইল্যান্ডের মেয়েরা উচ্ছ্বসিত। সবচেয়ে বড় কথা, ইউরোপের মাটিতে ইউরোপীয়দের পেছনে ফেলে এশিয়ার দুটো দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। তাই আমরা একসঙ্গে সাফল্য উদযাপন করেছি।

বাংলা ট্রিবিউন: ফাইনালে অপরাজিত ৭১ রানের চমৎকার ইনিংস খেলে দলকে চ্যাম্পিয়ন করানোর অনুভূতি জানতে চাই।

সানজিদা: এমন অনুভূতি আগে কখনও হয়নি। দলের শিরোপা জয়ে ভূমিকা রাখতে পেরে আমি আনন্দিত। এটা আমার জন্য অনেক বড় অর্জন। বাছাই পর্বের এই পারফরম্যান্স বিশ্বকাপে ধরে রাখতে চাই। বিশ্বকাপে আমরা কখনও ভালো খেলতে পারিনি। আগামী বিশ্বকাপে ভালো খেলে সব হতাশা দূর করতে চাই।

বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের শিরোপা জয়ে তার বিশাল অবদান বাংলা ট্রিবিউন: আয়ারল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখতে দেখতে আপনার মনের মধ্যে কী চলছিল?

সানজিদা: আমি যখন ক্রিজে নামি, তখন ২৫ রানে ৩ উইকেট নেই। আমি নামার পরই ফারজানা আউট হয়ে যায়। তখন ক্রিজে আসা রিতু মনির সঙ্গে কথা বলে ঠিক করি, যেহেতু হাতে অনেক বল আছে, তাই ধীরে-সুস্থে খেললেই হবে। রিতুর পর ফাহিমাও চলে গেলে কিছুটা ভয় পেয়ে যাই। তবে জাহানারা নেমেই দ্রুত ম্যাচটা শেষ করে দিয়েছে। আমার ইনিংসটা ৩২ রানের হলেও শেষ পর্যন্ত ক্রিজে থাকতে পেরে খুব ভালো লেগেছে। চেষ্টা করেছি সবার সঙ্গে কথা বলে চাপ দূর করার। দলের জয়ে অবদান রাখা সব সময়ই বিশেষ কিছু।  

বাংলা ট্রিবিউন: সেমিফাইনাল আর ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। এই টুর্নামেন্টে আরও দুটো ভালো ইনিংস এসেছে আপনার ব্যাট থেকে। এমন ধারাবাহিকতার রহস্য কী?

সানজিদা: এখন আমরা বুঝি কীভাবে ক্রিকেট খেলতে হয়, আমরা জানি পিছিয়ে পড়লে কীভাবে আক্রমণে যেতে হয়। এসব জায়গায় সমস্যা ছিল আমাদের। সবচেয়ে বড় কথা, আমরা চাপ সামলে খেলতে পারছি। বাছাই পর্বের প্রতিটি ম্যাচই আমরা ডমিনেট করে খেলেছি। আসলে ইতিবাচক মানসিকতার কারণেই এখন রান করতে পারছি।

ওপেনার হলেও দলের স্বার্থে মিডল অর্ডারে ব্যাট করেছেন সানজিদা বাংলা ট্রিবিউন: ওপেনার হলেও দলের স্বার্থে মিডল অর্ডারে ব্যাট করেছেন এই টুর্নামেন্টে। তবে ফাইনালে ওপেনিংয়ে নেমে সাফল্য পেয়েছেন। কেমন লাগছে?

সানজিদা: মিডল অর্ডারে কোনও হার্ডহিটার নেই বলে আমাকে ওখানে খেলতে হতো। ওপেনাররা অবশ্য ভালোভাবেই নিজের দায়িত্ব পালন করেছে। আয়েশার ইনজুরির কারণে ফাইনালে আমাকে ওপেন করার সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। নিজের পছন্দের জায়গায় খেলতে নেমে সাফল্য পেয়েছি। সুযোগটা ভালো মতো কাজে লাগাতে পেরে খুব ভালো লাগছে।

বাংলা ট্রিবিউন:  আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে আপনাদের। এ বিষয়ে কিছু ভেবেছেন?

সানজিদা: ভারতের বিপক্ষে আমরা বেশ কয়েকটি ম্যাচ খেলেছি। তাদের সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। তবে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে খুব একটা খেলার সুযোগ পাইনি। তাই এ দুটো দল সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই। বিশ্বকাপের আগে আমাদের টেকনিক্যালি আরও উন্নতি করতে হবে। মানসিকভাবেও আরও শক্তিশালী হতে হবে। বাছাই পর্বের পারফরম্যান্স বিশ্বকাপে ধরে রাখতে চাই আমরা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ