X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘সাকিব চলে যাওয়ায় আমাদের কোনও সমস্যা নেই’

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৭

সাকিবের সঙ্গে ওবায়েদ নিজাম ঢাকা ডায়নামাইটস থেকে সাকিব আল হাসান হঠাৎ করে রংপুর রাইডার্সে যোগ দিয়ে হইচই ফেলে দেন। বিসিবির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই দলবদলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে বিপিএল গভর্নিং কাউন্সিল। বাঁহাতি বিশ্বসেরা অলরাউন্ডারের এই সিদ্ধান্ত নিয়ে এতদিন প্রকাশ্যে কোনও কথা বলেনি ঢাকার ফ্র্যাঞ্চাইজি। দেড় মাস পর সংবাদ সম্মেলনে এ ব্যাপারে নিজেদের প্রতিক্রিয়া জানালো সাবেক চ্যাম্পিয়নরা।

গত ৩১ জুলাই অনেকটা গোপনে রংপুরের সঙ্গে চুক্তি করেন সাকিব। ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম জানান, বাঁহাতি অলরাউন্ডার চলে যাওয়ায় তাদের কোনও সমস্যা নেই। কিন্তু তাদের অন্তত জানিয়ে যেতে পারতেন তিনি। ওবায়েদ বলেছেন, ‘তিনি চলে গেছেন, তিনি একজন সেরা খেলোয়াড়। গত তিনটি বছর আমাদের সঙ্গে ছিলেন। তার ব্যক্তিত্ব অসাধারণ এবং খুব ভালো ক্রিকেটার। আমার দেখা বাংলাদেশের সেরা খেলোয়াড়দের একজন তিনি। অন্য দলে যদি তিনি খেলতে চান, তাহলে সেটা আমি খুব সহজভাবে নিতে পারি। তিনি যদি অন্য দলে গিয়ে খেলেন, আমার কোনও সমস্যা নেই। তিনি এবং অন্য যে কোনও খেলোয়াড় সেটা করতে পারেন।’

এই কর্মকর্তা প্রশ্ন রাখলেন, ‘কিন্তু কিছু নীতিমালা ও নির্দেশনা আছে যেগুলো আমাদের অনুসরণ করা উচিত। অনেক ফ্র্যাঞ্চাইজি আগে নিয়ম নীতি ভেঙেছেন। (কিন্তু) আমরা কি এমন কিছু চেয়েছি যা বিপিএলের নীতিমালায় ছিল না?’

এবারের বিপিএল হচ্ছে কোনও ফ্র্যাঞ্চাইজিকে ছাড়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’। কোনও ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট হতে না পারলেও বিপিএল হচ্ছে, এতেই খুশি ওবায়েদ, ‘বিপিএল নিয়ে অনেক গুঞ্জন। তবে সবার আগে বিপিএল যে বন্ধ হয়নি, তাতে আমরা খুশি। এজন্য বোর্ডকে ধন্যবাদ জানাই। হয়তো আমরা থাকতে পারবো না, কিন্তু দারুণ ব্যাপার হলো বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এর আয়োজন হচ্ছে। আমি মনে করি আমরা এর গুরুত্বপূর্ণ অংশ হতে পারি। যদি সুযোগ পাই, আমরা অবশ্যই অংশ নিবো। শুধু আমরা নই, আমি মনে করি অনেক ফ্র্যাঞ্চাইজি এবার চুক্তি করতে পারছে না বলে কষ্ট পেয়েছে।’ ক্রিকবাজ

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা