X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরি বঞ্চিত মাহিদুল, আবু হায়দারের ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০১৯, ১৯:০৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৯:১১

৫ উইকেট নিয়েছেন আবু হায়দার। জাতীয় লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন চট্টগ্রাম বিভাগের মাহিদুল ইসলাম অঙ্কন। ৯১ রানে ফিরেছেন দ্বিতীয় দিনে। তবে তার বিদায়ের পরও বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৫৬ রান দাঁড় করাতে সক্ষম হয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেছেন ঢাকা মেট্রোপলিসের আবু হায়দার।  

ফতুল্লায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ম্যাচে ইয়াসির আলী ৬৮ রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের ‍শুরুতে ফিরে গেছেন। যোগ করতে পেরেছেন মাত্র ২ রান। অপরপ্রান্তে থাকা মাহিদুল ইসলাম যোগ্য সঙ্গী হিসেবে বেছে নেন মাসুম খানকে। তাতে স্কোর তিনশো পার করে চট্টগ্রাম। দলের ইনিংস সমৃদ্ধ করতে ভূমিকা রাখা মাহিদুল সেঞ্চুরি বঞ্চিত হয়ে বিদায় নিয়েছেন ৯১ রানে। দলীয় স্কোর ৩৫৬ রানে থেমেছে শেষ দিকে মাসুম খানের দৃঢ়তায়। মোসাদ্দেক আঘাত হানলে প্রথম ইনিংসে ৩৫৬ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। মাসুম অপরাজিত ছিলেন ৫০ রানে।

বরিশালের পক্ষে ৯৯ রানে চারটি উইকেট নেন মনির হোসেন, দুটি নেন মোসাদ্দেক হোসেন।

জবাবে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ১০৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে বরিশাল বিভাগ। ওপেনার শাহরিয়ার নাফীস ১৭ রান করে ফিরলে মূল প্রতিরোধটা আসে রাফসান আল আহমেদের ব্যাট থেকে। ৪৯ রান করে ফিরেছেন। শেষ বিকালে দ্রুত তিন উইকেট পড়লে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে বরিশাল। ক্রিজে আছেন মোহাম্মদ আশরাফুল (৪) ও মোসাদ্দেক হোসেন (৪)। দুটি উইকেট নিয়েছেন চট্টগ্রামের অফস্পিনার নাঈম হাসান।

বগুরায় ঢাকা মেট্রোপলিস প্রথম ইনিংসে ২৪৬ রানে গুটিয়ে গেলেও সিলেট বিভাগের প্রথম ইনিংসটা বেশি বড় হতে দেননি পেসার আবু হায়দার। দারুণ বোলিং করে সিলেটের ইনিংসটাকে ৩১৯ রানে আটকে রেখেছেন। তবে ৭৩ রানের লিড পেয়েছে সিলেট।

শুরুতে অবশ্য সিলেটকে চেপে ধরার চেষ্টা করেছিলেন আবু হায়দার ও শহিদুল ইসলাম। তাদের বোলিং তোপে ৭ রানে ফিরে যান দুজন। ওপেনার তৌফিক প্রতিরোধ দিয়ে খেলে পরিস্থিতি সামাল দেন তারপর। এ সময় ৬১ রানের ইনিংস উপহার দেন। পেসার আবু হায়দার নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন আবু হায়দার। তবে তারা লিডের দেখা পেয়েছে জাকির হাসানের ৭১, অধিনায়ক অলোক কাপালির ৫৪ ও জাকের আলীর ৭১ রানের সুবাদে। প্রথম ইনিংসে ৩১৯ রানে অলআউট হয়েছে সিলেট বিভাগ।

৫৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে সফল বোলার আবু হায়দার। তিনটি নিয়েছেন শহিদুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে বিনা উইকেটে ৯ রানে দিন শেষ করেছে ঢাকা মেট্রোপলিস।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ