X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাহমুদউল্লাহর নেতৃত্বে ধোনির ছায়া দেখছেন ইরফান

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০১৯, ১৬:২৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৬:৩১

মাহমুদউল্লাহ অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম কোনও টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। দিল্লির এই জয়ে অধিনায়ক মাহমুদউল্লাহর বড় ভূমিকা দেখছেন ইরফান পাঠান। সাবেক ভারতীয় পেসার মাহমুদউল্লাহর নেতৃত্বে খুঁজে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনির ছায়া।

ভারতের বিপক্ষে টানা আট টি-টোয়েন্টি হারের হতাশা নিয়ে দিল্লিতে নেমেছিল বাংলাদেশ। মাঠের বাইরের পরিস্থিতিতে টালমাটাল টাইগাররা সব কিছুকে একপাশে ঠেলে দুর্দান্ত পারফরম্যান্সে চমক দেখিয়েছে। ভারতের মাটিতেই ভারতের বিপক্ষে কুড়ি ওভারের ফরম্যাটে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছে। যদিও জয়ের ধারা ধরে রাখতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। রাজকোটের দ্বিতীয় ম্যাচ ৮ উইকেট হারায় ভারত তিন ম্যাচের সিরিজে ফিরিয়েছে ১-১ সমতা।

আগামীকাল (রবিবার) নাগপুরের ম্যাচেই নিষ্পত্তি হবে সিরিজ। এই ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহকে প্রশংসার বানে ভাসিয়েছেন ইরফান। জুয়াড়ির সঙ্গে যোগাযোগের বিষয় ‘গোপন’ করায় আইসিসি সাকিব আল হাসানকে দুই বছর নিষিদ্ধ করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত সফরের টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব দিয়েছে এই অলরাউন্ডারকে।

দায়িত্ব পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মাহমুদউল্লাহ। তার নেতৃত্বে ভারতের সাবেক অধিনায়ক ধোনির ছায়া খুঁজে পেয়েছেন ইরফান। সাবেক এই পেসার বলেছেন, ‘আপনি যখন বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে জিতবেন, তখন এমনিতেই আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। (দিল্লির) ওই ম্যাচে (ফিল্ডিংয়ের সময়) দারুণ কিছু পরিবর্তন এনে মাহমুদউল্লাহ দুর্দান্ত নেতৃত্ব প্রদর্শন করেছেন।’

এর পরই ধোনির প্রসঙ্গে যোগ করলেন ইরফান, ‘মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের ছায়া দেখা গেছে (মাহমুদউল্লাহর নেতৃত্বে)। অধিনায়ক থাকার সময় ধোনি প্রায়ই পাওয়ার প্লে শেষে পার্ট টাইম বোলার ব্যবহার করতেন, যেটা মাহমুদউল্লাহকে করতে দেখা গেছে।’

জয় দিয়ে ভারত সফর শুরু করলেও রাজকোটে বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। নাগপুরের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি তাই রূপ নিয়েছে অঘোষিত ‘ফাইনালে’।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!