X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ম্যাচসেরা হয়েও রুবেলের মনখারাপ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ১৮:১৫আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৮:১৮

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন রুবেল গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে দলে ছিলেন রুবেল হোসেন। কিন্তু চলমান ভারত সফরে টি-টোয়েন্টি বা টেস্ট কোনও দলেই তিনি নেই। জাতীয় দলের বাইরে থাকার ক্ষোভ তিনি মেটাচ্ছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপরে। জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে বল হাতে আগুন ঝরিয়ে রুবেল ফিরিয়ে দিয়েছেন রাজশাহীর ৭ জন ব্যাটসম্যানকে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে বৃষ্টির প্রকোপে খুলনা-রাজশাহীর ম্যাচটি ড্র হয়েছে অনুমিতভাবে। দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরার পুরস্কার পেলেও রুবেলের মন একটু খারাপ।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় হতাশা ঝরে পড়ছিল রুবেলের কণ্ঠে, ‘জাতীয় দলের বাইরে থাকা সব সময়ই কষ্টের। অনেকদিন ধরে খেলছি। হঠাৎ করে দলের বাইরে চলে গেলে খারাপ তো লাগবেই। অবশ্য জাতীয় দলের দরজা সব সময়ই খোলা আছে আমার জন্য। শুধু পারফর্ম করতে হবে। পারফরম্যান্সের কোনও বিকল্প নেই। জাতীয় লিগের আরেকটা ম্যাচ আছে। এরপর বিপিএল হবে। সামনের ম্যাচগুলোতে ভালো করতে পারলে অবশ্যই জাতীয় দলে ফেরার সুযোগ থাকবে।’

৭ উইকেট শিকারের বলটা নিশ্চয়ই তিনি হাতছাড়া করতে চাইবেন না ৫১ রানে ৭ উইকেট শিকার তার ক্যারিয়ার সেরা বোলিং। জাতীয় লিগের শুরু থেকে ভালো বল করলেও সেভাবে উইকেটের দেখা পাচ্ছিলেন না। অবশেষে দেশের প্রধান ক্রিকেট স্টেডিয়ামে জ্বলে ‍উঠলেন দুর্দান্তভাবে। সেজন্য রুবেল উচ্ছ্বসিত, ‘খুব ভালো লাগছে। আগের চারটা ম্যাচে ভালো বল করলেও খুব বেশি উইকেট পাইনি। এই ম্যাচের উইকেট বেশ নরম ছিল। আমি সঠিক লাইন-লেন্থে বল করার চেষ্টা করেছি, আর তাতে সফলও হয়েছি।’

রুবেলের দল খুলনার সামনে এখন শিরোপার হাতছানি। ১৬ নভেম্বর শুরু হতে যাওয়া শেষ রাউন্ডে ঢাকার সঙ্গে ড্র করলেই খুলনা চ্যাম্পিয়ন। ঘরের মাঠ শেখ আবু নাসের স্টেডিয়ামে অবশ্য জিতেই শিরোপা উৎসবে মেতে উঠতে চান এই অভিজ্ঞ পেসার, ‘আমাদের দল খুব ভালো পজিশনে আছে। শেষ ম্যাচে ঢাকার সঙ্গে ড্র করলেই আমরা চ্যাম্পিয়ন হবো। তবে আমরা জেতার জন্য খেলবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!