X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিপিএলে ভালো খেলে জাতীয় দলে ফিরতে চান বিজয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৯, ২০:৫৫আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২১:০০

ঢাকা প্লাটুনের কোচ সালাউদ্দিনের কাছে ব্যাটিংয়ের পাঠ নিচ্ছেন বিজয় ঠিক ৭ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও তার ক্যারিয়ার সেভাবে বিকশিত হয়নি। ধারাবাহিকতার অভাবই তার প্রধান কারণ। এক বছরের অপেক্ষা শেষে গত জুলাইয়ে ফিরেছিলেন জাতীয় দলে। শ্রীলঙ্কা সফরে মাত্র একটি ওয়ানডেতে একাদশে ‍সুযোগ পেয়ে আউট হয়ে যান ১৪ রান করে। সেই ব্যর্থতায় আবার জাতীয় দল থেকে বাদ! তবে হাল ছাড়তে রাজি নন এনামুল হক বিজয়। এবারের বিপিএলে ভালো খেলে দলে ফেরার লক্ষ্য এই টপ অর্ডার ব্যাটসম্যানের।

সম্প্রতি শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগের পারফরম্যান্স স্বপ্ন দেখাচ্ছে তাকে। এই প্রথম শ্রেণির টুর্নামেন্টে দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি সহ দ্বিতীয় সর্বোচ্চ ৫০৬ রান এসেছে বিজয়ের ব্যাট থেকে। জাতীয় লিগের সাফল্যে তার কণ্ঠে আশাবাদের সুর। রবিবার মিরপুর ক্রিকেট একাডেমিতে ঢাকা প্লাটুনের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘বিপিএলে ভালো খেলে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছিলাম। এবারও বিপিএলে ভালো পারফর্ম করে দলে ফিরতে চাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করার চেষ্টা করবো।’

ঢাকা প্লাটুন টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। মাশরাফি-তামিম ছাড়াও দলে আছেন দুই কার্যকর অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও থিসারা পেরারা। দলের সাফল্য নিয়ে তাই দারুণ আশাবাদী বিজয়, ‘ঢাকা প্লাটুন এবার দারুণ শক্তিশালী দল গড়েছে। দেশসেরা ওপেনার তামিম ইকবাল, টেস্ট অধিনায়ক মুমিনুল, মাশরাফি ভাইয়ের মতো লিডার, ঘরোয়া ক্রিকেটে সফল রকিবুল ও আরিফুল ছাড়াও সালাউদ্দিন স্যারের মতো কোচ আছেন আমাদের দলে। সঙ্গে আছেন আফ্রিদি-থিসারা পেরেরা-ওয়াহাব রিয়াজ। আশা করি, আমরা সাফল্য পাবো।’

এবারের বিপিএল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে টুর্নামেন্টের আয়োজন থেকে দল গঠন পর্যন্ত সব কিছুই হচ্ছে ক্রিকেট বোর্ডের অধীনে। নতুন আয়োজন হলেও বিপিএল নিয়ে একই রকম রোমাঞ্চ বোধ করছেন বিজয়, ‘বিপিএল মানেই আলাদা উত্তেজনা। দেশের প্রত্যেক ক্রিকেট ভক্তের জন্য এটা আকর্ষণীয় টুর্নামেন্ট। আমরা ক্রিকেটাররাও বিপিএল নিয়ে রোমাঞ্চিত।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ