X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ নিয়ে ক্যাটরিনা-সালমানের অনুভূতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:২৭

শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন সালমান ও ক্যাটরিনা (ছবি: বিসিবি) বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল ক্যাটরিনা কাইফ ও সালমান খানের উপস্থিতি। আতশবাজির ঝলকানিতে জমকালো এই আয়োজনের শেষ দিকে তারা মঞ্চ মাতান। দর্শক গ্যালারি উচ্ছ্বাসে ফেটে পড়ে, তাদের নাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। একা একা মঞ্চ কাঁপানোর পর শেষ দিকে তারা দ্বৈত পারফরম্যান্স করেন। বাংলাদেশে স্বল্প সময়ের জন্য এলেও ভালো লাগার কথা জানালেন বলিউডের এই দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ নিয়েও নিজেদের অনুভূতি ব্যক্ত করেন তারা।

মঞ্চের পারফরম্যান্সের পর শুরুতেই সালমান দর্শকদের উদ্দেশ্যে বললেন, ‘হ্যালো বাংলাদেশ, কেমন আছো। আমি তোমাদের ভালোবাসি।’ উদ্বোধনী অনুষ্ঠানে এত দর্শক দেখে অভিভূত তিনি, ‘খুব আর্শ্চয হচ্ছি, এখানেই যদি এত মানুষ থাকে, তাহলে ঘরে টিভির পর্দায় কতো মানুষ আমাদের দেখছে। ধ্রুপদী ভালোবাসা পেলাম তোমাদের থেকে।’প্রায়ই বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করে সালমান বলেছেন, ‘তোমরা যদি আমাকে দাওয়াত দিয়ে আনো, আমি অবশ্যই আবার আসবো।’

বাংলাদেশে আসার আগে সালমান তার বাবার কাছে এই দেশ, এর ইতিহাস শুনে এসেছেন। সেই হিসেবেই স্মরণ করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে, “এখানে আসার আগে আমি আমার বাবার সঙ্গে কথা বলেছিলাম। বাবা বলেছেন- ‘বাংলাদেশে যাচ্ছ, সেখানে গিয়ে একজন মানুষের কথা অবশ্যই স্মরণ করবে। তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম।”

পারফরম্যান্সের আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে প্রেসিডেন্ট বক্সে গিয়েছিলেন ক্যাটরিনা ও সালমান। শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন তারা। স্বভাবসুলভ ভঙ্গিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কিছুটা দুষ্টমিও করলেন সালমান, ‘প্রধানমন্ত্রীর চোখ সুন্দর, আই লাভ ইউ।’ এ কথা শুনে হাসিতে ফেটে পড়েন শেখ হাসিনা। এরপর কণ্ঠে গম্ভীরতা এনে সালমান বলেন, ‘শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিপিএল হচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশে এসে আমি গর্বিত। আই লাভ ইউ বাংলাদেশ।’

ক্যাটরিনা শুরুটা করলেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে। এরপর প্রধানমন্ত্রী সহ ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। বাংলাদেশে আসার বিশেষ অনুভূতির কথা জানালেন তিনি, ‘জয় বাংলাদেশ। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আমি আবারও বাংলাদেশে আসতে চাই।’

নিজেদের অনুভূতি প্রকাশের পর ক্যাটরিনা ও সালমান একসঙ্গে বলে উঠলেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। তাতে গ্যালারিতে ওঠে গর্জন। পুরো গ্যালারি তখন আনন্দে আত্মহারা। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় এই দুই তারকার বাংলা ভাষায় জাতির জনককে স্মরণ বাংলাদেশি দর্শকদের করে আপ্লুত।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাটগ্রাম থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতারা
পাটগ্রাম থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতারা
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল