X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিলেটকে সহজে হারালো রাজশাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:২৩

সিলেটকে দ্রুত গুটিয়ে দেয় রাজশাহী ঢাকা প্লাটুনের পর সিলেট থান্ডারকে হারালো রাজশাহী রয়্যালস। বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতেছে তারা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে সিলেটকে ১৫.৩ ওভারে ৯১ রানে অলআউট করে রাজশাহী। এরপর লিটন দাস ও আফিফ হোসেনের দারুণ ব্যাটে ৫৫ বল হাতে রেখে জেতে তারা। ১০.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৫ রান করে রাজশাহী।

আগের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর করলেও রাজশাহীর বোলারদের সামনে দাঁড়াতে পারেনি সিলেট। উদ্বোধনী দুই ব্যাটসম্যান রনি তালুকদার ও জনসন চার্লসের ৩৫ রানের জুটি ছিল সর্বোচ্চ। ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেনের ৩১ রানের জুটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ। দুজনেই করেন ২০ রান।

এছাড়া রনি (১৯), চার্লস (১৬) ও নাজমুল হোসেন মিলন (১০) কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান। সিলেটের ব্যাটিংয়ে বড় ধস নেমেছিল ১৪তম ওভারে। ফরহাদ রেজা দুটি উইকেট নেন ওই ওভারে, রান আউট হন ক্রিসমার সান্টোকি। ১০ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় সিলেট।

ফরহাদের মতো দুটি উইকেট নেন রবি বোপারা। তবে ৩ উইকেট নিয়ে রাজশাহীর সফল বোলার অলক কাপালি।

লক্ষ্যে নেমে প্রথম ৬ ওভারের পাওয়ার প্লেতে মাত্র একটি উইকেট হারিয়ে ৫৫ রান করে রাজশাহী। ইনিংসের তৃতীয় বলে নাঈম হাসানের শিকার হন হযরতউল্লাহ জাজাই। লিটন দাসের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন আফিফ হোসেন। ২৫ বলে ৩ চার ও ২ ছয়ে ৩০ রান করেন তিনি।

শোয়েব মালিকের সঙ্গে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতান লিটন। ২৬ বলে ৭ চারে ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্য প্রান্তে মালিক খেলছিলেন ১৬ রানে।

২ ম্যাচে দুটি জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে রাজশাহী।   

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ