X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারতে মুজিববর্ষের কোনও ম্যাচ নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ২২:৫৪আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২২:৫৭

ভারতে মুজিববর্ষের কোনও ম্যাচ নয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই একটি ম্যাচ ভারতের আহমেদাবাদে আয়োজন করতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে এই মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই।

এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচ আয়োজন নিয়ে মঙ্গলবার বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বৈঠক করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। দুই পক্ষের আলোচনা শেষে ‍বুধবার দেশে ফিরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একটা ম্যাচ হওয়ার কথা আসলে ছিল, তারা একটি বড় স্টেডিয়াম উদ্বোধন করতে চেয়েছে। সেটা বোধহয় আপাতত করছে না। ওটা তৈরি হতে মনে হয় আরও সময় লাগবে। ওখানে ম্যাচ হওয়ার কোনও সুযোগ নেই।’

এখন না হলেও পরে কোনও একসময় ভারত চাইলে এই ম্যাচটি আয়োজন করতে পারবে বলে জানিয়েছেন নিজামউদ্দিন, ‘ওখানে হওয়ার কোনও সুযোগ এই সময়ে নেই। পরে হবে, যদি তারা আয়োজন করে। প্রথম থেকেই কিন্তু ওই ম্যাচটি তাদের ব্যাপারই ছিল।’

কলকাতায় গোলাপি বলের টেস্ট চলাকালে বিসিসিআইয়ের সভাপতি জানিয়েছিলেন ভারতের বেশ কিছু তারকা খেলোয়াড় এশিয়া একাদশের হয়ে অংশ নেবেন। তবে কারা খেলবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।  মঙ্গলবারের বৈঠক শেষেও এই বিষয়টি খোলাসা হয়নি। নিজামউদ্দিন বলেছেন, ‘ওইভাবে তো আলাদা করে কাউকে চাইনি। এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের জন্য যে খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে তাদের ব্যাপারে বোর্ডগুলোকে জানানো হয়েছে। কারা খেলতে চায় সেটাই দেখতে হবে আরকি!'

তবে এশিয়া একাদশে বাংলাদেশের খেলোয়াড়ের সংখ্যাই বেশি থাকবে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘বাংলাদেশের কয়জন থাকবে দল হলেই জানতে পারবেন। আমাদের তো একটা অগ্রাধিকার থাকবেই। তবে আমি সংখ্যা বা নাম এই মুহূর্তে বলতে পারছি না। এটা বোর্ড থেকে আলোচনা করেই আমরা এই সিদ্ধান্ত নেব। আমাদের নির্বাচক যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করেই আমরা নেবো।'

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী