X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফুটবল যাদের স্বাধীনতার হাতিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২০, ১৬:৫১আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৬:৫৪

ফিলিস্তিন ফুটবল দল যুগ-যুগ ধরে দখলদার ইসরায়েলের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম বুকের রক্ত ঝরাচ্ছে। নিজ ভূমে পরবাসের মতো প্রতিনিয়ত মৃত্যু-ঝুঁকি নিয়ে বসবাস। এরই মধ্যে ফুটবলও খেলছেন ফিলিস্তিনিরা। ফুটবল খেলেই ইসরায়েলিদের নিপীড়নের কথা তুলে ধরছেন তারা।

বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলতে আসা ফিলিস্তিন দলের প্রত্যেকে কোনও না কোনও ভাবে দখলদার বাহিনীর অত্যাচারের শিকার। দলের ম্যানেজার জাবের জাবরাইন যেমন বলছেন, ‘আমার বাবা ২০ বছর কারাগারে কাটিয়েছেন। সেই সময় কী দুর্বিষহ জীবন যাপন করতে হয়েছে তা শুধু আমরাই জানি। আমাদের অনেক আত্মীয়-স্বজনও নিপীড়নের শিকার। এসব আমরা জন্ম থেকেই দেখে আসছি। অত্যাচারীদের সঙ্গে লড়াইও করে যাচ্ছি।’

ফিলিস্তিনে জীবন আর মৃত্যু হাঁটে পাশাপাশি। জাবরাইন জানালেন, ‘আমার অনেক আত্মীয়কে হারিয়েছি। শুধু আমি নই, প্রত্যেক পরিবারের কেউ না কেউ মারা গেছেন। আমরা তাদের শহীদ বলি। যারা দেশের জন্য জীবন দিচ্ছেন তারা তো শহীদই।’

ফিলিস্তিনিদের নিজস্ব বিমানবন্দর ব্যবহারের সুযোগ নেই। ইসরায়েলের তল্লাশি চৌকি পেরিয়ে জর্ডান হয়ে অন্য দেশে যেতে হয় তাদের। এভাবে ভ্রমণ করতে খারাপ লাগলেও কিছু করার নেই। ম্যানেজারের কথা, ‘আমরা নিজেদের বিমানবন্দর ব্যবহার করতে পারি না। জর্ডান যেতে প্রায় ১২ ঘণ্টা লাগে। সেখানে যাওয়ার সময় ইসরায়েলিদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। ওরা কখন কী করে তার তো ঠিক নেই! তবু আমরা দেশকে ভালোবেসে, দেশের জন্য ফুটবল খেলি। স্বাধীনতার স্বপ্ন দেখি।’

দলের অন্যতম সদস্য সামেহ মারাবার ইসরায়েলের কারাগারে কাটানোর তিক্ত অভিজ্ঞতা হয়েছে। ২০১৮ সালেও বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলতে এসেছিলেন মারাবা। সেই সময় শুনিয়েছিলেন বিভিষীকাময় কাহিনী।

২০১৪ সালের ২৮ এপ্রিল কাতার থেকে ট্রেনিং নিয়ে জর্ডান দিয়ে স্বদেশে প্রবেশ করার সময় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হাতে আটক হন মারাবা। তার বিরুদ্ধে হামাসের জন্য অর্থ ও যোগাযোগ সংক্রান্ত সরঞ্জাম নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়। শুরুতে ৪৫ দিন ডিটেনশন ক্যাম্পে ছিলেন। তারপর পাঠানো হয় কারাগারে।

ইসরায়েলের কারাগারে ভয়ঙ্কর আটটি মাসের কথা কখনোই ভুলতে পারবেন না মারাবা। কারাগারের ছোট্ট কুঠুরির কথা মনে হলে আজও ভয়ে শিউরে ওঠেন, ‘সেই সব দিনের কথা মনে পড়লে এখনও কষ্ট লাগে। বিনা কারণে আমাকে আটক করা হয়েছিল। অন্ধকার এক কুঠুরিতে হাঁটু গেড়ে বসে থাকতে হতো সারা দিন, শারীরিক অত্যাচার না হলেও মানসিক নির্যাতন করা হতো। সূর্যের আলো দেখতে পেতাম না, প্রিয়জনদের আর কখনও দেখতে পাবো কিনা জানতাম না।’

তবু ফিলিস্তিনিদের প্রতিরোধ থেমে নেই। স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে তারা লড়াই করছেন, অনেক কষ্ট-অপমান মুখ বুজে সয়ে ফুটবল দল নিয়ে ঘুরছেন দেশে-দেশে। সেজন্য শ্রদ্ধা জানাতেই হবে ফিলিস্তিনিদের।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!