X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফুটবল লিগ পেছানোর দাবি বসুন্ধরার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ১৯:৩৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৯:৩৭

ফুটবল লিগ পেছানোর দাবি বসুন্ধরার প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হওয়ার কথা ৩০ জানুয়ারি। কিন্তু তার দু দিন পরই ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন। তাই লিগ পেছানোর দাবি জানিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

ফেডারেশন কাপ শেষ হয়েছে ৫ জানুয়ারি। এরপর শুরু হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল। শনিবার এই টুর্নামেন্ট শেষে বাফুফে লিগ শুরুর উদ্যোগ নিয়েছে। তবে নির্দিষ্ট দিনে শুরু না হওয়ার সম্ভাবনাই বেশি।

রবিবার বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাফুফে ভবনে এসে লিগ পেছানোর অনুরোধ জানিয়ে বলেছেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ঠিক আগে লিগ শুরু হওয়ার কথা। কিন্তু তখন যাতায়াতে সমস্যা হতে পারে। তাই আমরা তিন/চার দিন পেছানোর দাবি জানিয়েছি।’

ঢাকা আবাহনীর আবার অন্য সমস্যা। ৫ ফেব্রুয়ারি এএফসি কাপ প্লে-অফের প্রথম লেগ খেলবে আবাহনী। দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেছেন, ‘লিগের খসরা সূচি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমাদের এএফসি কাপের খেলা আছে। তার আগে লিগে খেললে কিছুটা সমস্যা হতে পারে। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না। দেখা যাক কী হয়!’

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ লিগ পেছানোর ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আমরা সব ক্লাবের কাছে লিগের খসরা সূচি পাঠিয়েছি। ক্লাবগুলো চাইলে পেছানো হতে পারে। এরই মধ্যে বসুন্ধরা কিংস পেছানোর আবেদন জানিয়েছে।’

এবারের লিগে ১৩টি দল অংশ নিচ্ছে। নবাগত দল দুটি—পুলিশ এফসি ও উত্তর বারিধারা। গতবার ছয়টি থাকলেও এবার ভেন্যুর সংখ্যা ৭। দুই মৌসুম পর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম আবাহনী। মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লা স্টেডিয়াম। নোফেল স্পোর্টিং ক্লাবের অবনমনের কারণে নোয়াখালী স্টেডিয়ামে খেলা হবে না এবার।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!