X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তামিমের ট্রিপলের আশা আর মোস্তাফিজের ‘চেষ্টা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৫

২৯৬ রানের জুটি গড়ার পথে মুমিনুল ও তামিম ডিপ স্কয়ার লেগে মোস্তাফিজুর রাহমানকে বিশাল ছক্কা মারলেন পিনাক ঘোষ। এ তো গেল পিনাকের একটি ছক্কা। বিসিএলের দ্বিতীয় দিন পিনাক-তামিম-মুমিনুলরা মোস্তাফিজকে নিয়ে রীতিমতো খেলেছেন। এদিন ১৯ ওভার বোলিং করে ৮৭ রান খরচায় উইকেটশূন্য ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে টেস্টের বাইরে থাকা মোস্তাফিজের পাকিস্তানের বিপক্ষে টেস্টে ফেরার সম্ভাবনা ছিল। কিন্তু এমন বোলিংয়ের পর নির্বাচকেরা মোস্তাফিজকে টেস্টে দলে রাখেননি!

২০১৫ সালে ধুমকেতুর মতো মোস্তাফিজের আবির্ভাব। ওই বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমেই সবাইকে অবাক করে দিয়েছিলেন। কাটারের মতো পুরোনো এক অস্ত্র নিয়ে সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করেছিলেন এই বাঁহাতি পেসার। কিন্তু সেই চমকটা ছিল ২০১৬ আইপিএল পর্যন্ত। মাঝে চোটের কারণে ছিলেন অনেকদিন মাঠের বাইরে। ফিরে এসে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেননি। মোস্তাফিজের সাম্প্রতিক পারফরম্যান্স তো ভয়াবহ। যদিও বিপিএলে শেষ দিকের ম্যাচগুলোতে জ্বলে উঠেছিলেন। কিন্তু বড় দৈর্ঘ্যের ক্রিকেটে খেলতে নেমে জানান দিলেন টেস্ট ক্রিকেটটা তার জন্য খুব কঠিন!

শনিবার ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলতে নেমে বল হাতে ছিলেন ছন্নছাড়া। সারাদিনে ১৯ ওভার বোলিংয়ে ৮৭ রান দিয়ে উইকেটশূন্য। যেখানে ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারে এমন বল ছিল হাতে গোনা! পূর্বাঞ্চলের কোনও ব্যাটসম্যানকেই বিন্দুমাত্র ঝামেলায় ফেলতে পারেননি। তামিম ডাবল সেঞ্চুরি করে ২২২ রানে অপরাজিত। মুমিনুল করেছেন ১১১ রান। ২০১৯ সালের জুলাইতে সর্বশেষ টেস্ট খেলা মোস্তাফিজ যেন হয়ে উঠছেন অতি সাধারণ এক বোলার। যার নামই হয়ে গিয়েছিল ‘কাটার মাস্টার’, তার কাটার অবলীলায় পড়ে ফেলছে সব ব্যাটসম্যান। তবে কি হারিয়েই যাচ্ছেন মোস্তাফিজ?

মোস্তাফিজের বোলিং নিয়ে যখন সবাই সমালোচনা করছেন, পূর্বাঞ্চলের অধিনায়ক ও টেস্ট অধিনায়ক মুমিনুল তখন মোস্তাফিজের চেষ্টাটাকে সামনে আনলেন, ‘ও চেষ্টা করেছে। এই জিনিসটাই ভালো লেগেছে।’

শনিবার তামিম ও মুমিনুল ২৯৬ রানের জুটি গড়েছেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে এই প্রস্তুতি স্বস্তির কি না এমন প্রশ্নের উত্তরে মুমিনুল বলেছেন, ‘টেস্ট সিরিজের আগে যেকোনও টুর্নামেন্টে একটা বড় ইনিংস খেলতে পারলে যে যেকোনও সময়ই কাজে দেয়। উইকেটে ছিলাম, অনেক বল খেলেছি, দুই-তিন সেশন খেলেছি। অবশ্যই জিনিসটা কাজে আসবে।’

কিছুদিন ধরে তামিম প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন। যার প্রভাব দলেও পড়ছে। মুমিনুলের আশা, তামিম এবার প্রত্যাশা পূরণ করতে পারবেন, ‘আমি চাই যে শেষ পর্যন্ত তিনি ব্যাট করুন। আমি যখন ইনিংস ঘোষণা করবো ততক্ষণ খেলুন। ততক্ষণ খেললে তো ৩০০ হবেই।’

প্রতিপক্ষ দল মধ্যাঞ্চলের হয়ে খেলেছেন সাইফ হাসান। পাকিস্তান সিরিজে অভিষেক হওয়ার জোড় সম্ভাবনা আছে তার। শুক্রবার ৩৩৩ মিনিট ক্রিজে থেকে ২১৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন সাইফ। টেস্ট মেজাজের সঙ্গে যায় এমন ব্যাটিংয়ের প্রশংসা করলেন অধিনায়ক মুমিনুল, ‘খুব ধৈর্য্য ছিল। আমার কাছে ভালোই লেগেছে। হয়তো আরও উন্নতি করতে হবে।’

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে বিসিএলের চলমান রাউন্ডটিকে গুরুত্বপূর্ণ মনে করেন মুমিনুল, ‘পাকিস্তান টেস্টে যারা খেলবে তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ। তামিম ভাই অনেক দিন ধরে লাল বলে খেলেননি। অনেক বেশি সিরিয়াস ছিলেন, উনি জানেন যে সামনে টেস্ট সিরিজ আছে। কে কিভাবে নিচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। সব মিলিয়ে প্রস্তুতির জন্য আদর্শ এই রাউন্ডটি।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!