X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তামিমের ইতিহাস গড়া ইনিংসের উদযাপন কেক কেটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৯

যার রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন তামিম, সেই বন্ধু রকিবুলই প্রথম কেক খাইয়ে দিলেন তাকে তামিম ইকবাল যখন ট্রিপল সেঞ্চুরির কাছাকাছি, বেশ কয়েকবার তামিমের সঙ্গে কথা বলতে দেখা গেছে রকিবুল হাসানকে। তবে কি স্লেজিং করছিলেন রকিবুল!

হাসিমুখে তামিম হাসলেন, স্লেজিং নয়, বন্ধু তার জন্য দোয়া করছিলেন। পাশ থেকে রকিবুলের উত্তর, ‘আমি স্লেজিং কী করবো, ব্যাটিং করতে নেমে আমাকেই স্লেজিং করেছিলো তামিম!’

 এক সঙ্গে দুইজন ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন। তখন থেকেই তাদের বন্ধুত্ব। ১২ বছর ধরে রেকর্ড আঁকড়ে ধরে রাখা বন্ধুকে টপকে তামিমই এখন বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ রানেরমালিক। সেই বন্ধুকে পাশে রেখেই কেক কেটে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড উদযাপন করলেন তামিম।

রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০০৭ সালে রকিবুলের করা ৩১৩ রানের ইনিংসটি টপকে যান দেশ সেরা ওপেনার। ৫৮৫ মিনিট ক্রিজে থেকে তামিম ৪২ চার ও ৩ ছক্কায় সাজিয়ে  নিজের অপরাজিত ৩৩৪ রানের ইনিংসটি খেলেছেন। তামিমের এমন ইনিংস সামনে থেকে দেখেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান ও নির্বাচক হাবিবুল বাশার।  বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়া তামিমের এমন ইনিংস বিসিবি উদযাপন করলো কেক কেটে।

সতীর্থদের অভিবাদন নিয়ে ফিরছেন ইতিহাস গড়া তামিম বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান ছিলেন কেক-কাটা পর্বে। রকিবুল ও তামিম দুজন মিলে ট্রিপল সেঞ্চুরি উদযাপনের কেক কাটেন। তামিমকে খাইয়ে দিতে গিয়ে খুনসুটিও করলেন রকিবুল, ‘আজকে একটু বেশি কেক খেলে কিছু হবে না। একটু বেশিই খা!’ নিজামউদ্দিন চৌধুরী থেকে শুরু করে পূর্বাঞ্চল-মধ্যাঞ্চলের খেলোয়াড়দের তামিমকে কেক খাওয়ানোর মধ্য দিয়ে শেষ হয় ঐতিহাসিক এক ইনিংস উদযাপন।

শনিবার তামিম ২২২ রান নিয়ে দ্বিতীয় দিনের শেষ করেছিলেন। ওইদিনই রকিবুল বুঝে গিয়েছিলেন সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি আর তার থাকছে না, ‘পুরো দেড়দিন তামিম যেভাবে ব্যাটিং করেছে, সত্যি কথা বলতে, ট্রিপল সেঞ্চুরিটা তার প্রাপ্যই ছিল। আমি দ্বিতীয় দিনশেষেই নিশ্চিত ছিলাম, রেকর্ডটি আর আমার থাকছে না।  আমি খুব খুশি। দেশের সেরা ব্যাটসম্যান রেকর্ডটি ভেঙেছে। ওকে নিয়ে আমি খুব গর্বিত।’

হাবিবুল বাশার তামিমের ব্যাটিংটা নিজের রুম থেকেই দেখছিলেন। তবে তামিমের ট্রিপল সেঞ্চুরি হওয়ার পথে গ্র্যান্ড স্ট্যান্ডের বারান্দায় এসে উপস্থিত হন হাবিবুল। দেশসেরা ওপেনারের এমন ব্যাটিংয়ে মুগ্ধতা সাবেক এই অধিনায়কের কণ্ঠে। বিশেষ করে  ৫৮৫ মিনিট ধরে তামিমের ব্যাটিং করাটাকেই সামনে আনছেন হাবিবুল, ‘তামিমের ইনিংসটা অসাধারণ। ওর ব্যাটিং নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। যেটা সবচেয়ে দেখার বিষয় ছিল এই ম্যাচে, আমি প্রথম দিন থেকে ওর ব্যাটিং দেখেছি। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলে তারা ঘরোয়া ক্রিকেটে আসলে লম্বা সময় ব্যাট করার প্যাশনটা সাধারণত তাদের থাকে না। আন্তর্জাতিক ক্রিকেটে এত লম্বা সময় ব্যাট করা আরও কঠিন। প্যাশনটা এখান থেকে নিয়ে যেতে হবে। এ জায়গায় তামিম ফুল মার্কস পাচ্ছে, সে যেভাবে ব্যাট করেছে। আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ লম্বা সময় ব্যাটিং করাটা। এত সময় ধরে আন্তর্জাতিক ম্যাচেও ব্যাট করলে ২০০-২৫০ রান হয়ে যাবে।’

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও ছিলেন মাঠে। ভাতিজার ব্যাটিং উপভোগ করেছেন প্রাণভরে, ‘তামিম আজ রেকর্ড গড়ল। বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। আমাদের জন্য খুবই গর্বের বিষয়। বিশেষ করে আমাদের পরিবারের জন্য। আমি খুব গর্বিত।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ