X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তামিম-আল আমিনের বড় লাফ

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৬

তামিম ইকবাল তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হতে দেয়নি বৃষ্টি। আগের দুটি ম্যাচই হেরে পাকিস্তান থেকে গত মাসে ফিরেছে বাংলাদেশ দল।

তিন ধাপের সফরের প্রথমটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারের ব্যবধান তাই ২-০। দলের মধ্যে হতাশা থাকলেও টি-টোয়েন্টি সংস্করণে ব্যাটিং-বোলিং র‌্যাঙ্কিং সুখবরই দিয়েছে বাংলাদেশকে। আজ (সোমবার) প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তামিম ইকবাল ও আল-আমিন হোসেন।

পকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে ব্যাটিংয়ে। বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগেই বাংলাদেশ সিরিজ হেরে বসেছিল। যে দুটি ম্যাচ খেলা হয়েছে, তার একটিতেও ১৫০ করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিংয়ের এই দশাতেও উজ্জ্বল ছিলেন তামিম। লাহোরের প্রথম ম্যাচে ৩৯ রান করা ওপেনার দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেন ৬৫ রানের ইনিংস।

দুই ম্যাচ মিলিয়ে ১০৪ করা তামিম টি-টোয়েন্টির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫০ নম্বরে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের জায়গা ধরে রেখেছেন মাহমুদউল্লাহ। পাকিস্তানে খুব একটা সুবিধা করতে না পারলেও আগের ২৯ নম্বরেই আছেন সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক।

বোলিংয়েও আছে সুখবর। পাকিস্তানে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন আল-আমিন। তারই পুরস্কার ২৫ ধাপ এগিয়ে ৫১ নম্বরে উঠে আসা। ডানহাতি পেসার প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে পান ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও ৩ ওভার খরচ করেছিলেন ১৭ রান। বোলিংয়ে বাংলাদেশের সেরা মোস্তাফিজুর রহমানই। বাঁহাতি পেসার রয়েছেন ৩৯ নম্বরে।

এদিকে নিউজিল্যান্ডকে ৫-০ তে হোয়াইটওয়াশ করার সঙ্গে র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের। যেখানে ‍সবচেয়ে বেশি আলো ছড়াচ্ছেন লোকেশ রাহুল। ডানহাতি ওপেনার ক্যারিয়ারসেরা দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। পাঁচ ম্যাচের সিরিজে ২২৪ রান করে এগিয়েছেন চার ধাপ। দুর্দান্ত ব্যাটিংয়ে রোহিত শর্মাও ঢুকে পড়েছেন সেরা দশে। তিন ধাপ এগিয়েছেন তিনি। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। আর বোলিং র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে যথারীতি আফগানিস্তানের রশিদ খান।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার