X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাশরাফি-মুশফিকদের অভিনন্দনে সিক্ত আকবররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪১

মাশরাফির অভিনন্দন বার্তা ইতিহাস গড়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আজ রবিবারের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে বৈশ্বিক কোনও টুর্নামেন্টে শিরোপা জিতলো তারা। এ সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছে গোটা বাংলাদেশ। তাদের এই উদযাপনের ভাগীদার হয়েছেন মাশরাফি-তামিমরাও। আকবর আলীদের অভিনন্দনে সিক্ত করেছেন সিনিয়র ক্রিকেটাররা।

মাঠে নামার আগেই ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা ফাইনালে চাপমুক্ত হয়ে খেলার পরামর্শ দেন যুব দলকে। সেটা আকবর-রাকিবুলরা কাজে লাগিয়েছে বলা চলে। বিশ্ব জয়ী দলকে শুভেচ্ছা জানিয়ে মাশরাফি ফেসবুকে পোস্ট দিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, এই অনুভূতি অন্যরকম। অভিনন্দন পুরো দলকে, কোচিং স্টাফ, সিলেক্টর, বিসিবি এবং পুরো দেশবাসীকে। শাবাশ, বাংলাদেশ।’

তামিমের পোস্ট পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে যাওয়া তামিম ইকবালের চোখও ছিল যুব দলের ফাইনালে। ম্যাচ শেষে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন। তোমরা পুরো দেশকে গর্বিত করেছো।’

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে যাননি মুশফিকুর রহিম। পুরো ম্যাচটি টিভির সামনে বসে দেখেছেন। ম্যাচ জেতার পর ভিডিও পোস্ট করে ফেসবুক পেজে সবার আগে যুবদের অভিনন্দন জানিয়েছেন তিনি। সাবেক অধিনায়ক, ‘আলহামদুল্লিাহ। আমি নিঃসন্দেহে বলতে পারি যে, আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার হওয়া। এই ছেলেরা আমাকে অনেক বেশি গর্বিত করেছে। অভিনন্দন সুপারস্টার।’

মুশফিকের পোস্ট পাকিস্তানে টেস্ট দলের সঙ্গে থাকা মাহমুদউল্লাহ লিখেছেন, ‘কী দারুণ মুহূর্ত! বিশ্বচ্যাম্পিয়ন। গর্বিত আমি। আন্তরিক অভিনন্দন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে।’ আকবরদের অভিনন্দন জানিয়েছে রাওয়ালপিন্ডিতে থাকা টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ‘অভিনন্দন তোমাদের, দারুণ এক জয়ের জন্য। তোমরা ইতিহাস গড়ে পুরো জাতিকে গর্বিত করেছো।’

মুমিনুলের পোস্ট জাতীয় দলের পেসার তাসকিন আহমেদও উচ্ছ্বসিত, ‘আলহামদুলিল্লাহ। বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজীবনের জন্য গর্বের মুহূর্ত।’ এ অর্জনকে অন্য মাত্রার বললেন সাব্বির রহমান, ‘আলহামদুলিল্লাহ। তোমাদের নিয়ে গর্বিত আমরা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, আমাদের জন্য গর্ব করার মতো একটা মুহূর্ত। আজীবনের অর্জন।’ সৌম্য সরকার সংক্ষিপ্ত পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন।’ স্বল্পভাষী ছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসও, ‘অভিনন্দন, ছেলেরা।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!