X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তবু তৃপ্তি দিচ্ছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৩

১৩ বছর পর শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ দীর্ঘ ১৩ বছর গত জানুয়ারিতে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে। প্রাথমিক পর্বে অংশ নিয়েছে ৬৩ জেলা। প্রাথমিক পর্ব ও সেবা বিভাগ মিলিয়ে মার্চের প্রথম সপ্তাহে ১০টি দল চূড়ান্ত পর্বে খেলার অপেক্ষায়। কুমিল্লা, নেত্রকোণা, কক্সবাজার, পাবনা, রংপুর, খুলনা, সাতক্ষীরা, সিলেট, বিকেএসপি ও সেনাবাহিনী দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে। দুই গ্রুপ থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। বিজয়ী দুই দল লড়বে শিরোপার জন্য।

তবে এই প্রতিযোগিতাকে ঘিরে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন পর্যাপ্ত সময় পেলে আরও ভালোভাবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকতো। এই দলের একজন নাটোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনেকদিন পর এই প্রতিযোগিতা হয়েছে। এটা ফুটবলের জন্য ভালো। তবে তড়িঘড়ি করে এটি আয়োজন না করে একটু সময় নিয়ে করলে ভালো হতো। তাহলে আমরা সময় পেতাম। মাঠে দর্শক আনতে সুবিধা হতো।’

শেরপুর ডিএফএ’র সভাপতি মানিক দত্ত বলছেন অন্য কথা, ‘এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমাদের অনেক খরচ হয়েছে। সেই অনুযায়ী পর্যাপ্ত টাকা পাইনি। এছাড়া রেফারিং নিয়ে আমাদের অভিযোগ ছিল। তারপরেও এমন প্রতিযোগিতা যাতে প্রতিবছর হয়,সেটাই চাইছি আমরা। এখানেই যেন থেমে না যায়।’

বান্দরবান ডিএফএ’র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এমন প্রতিযোগিতা আরও চাইছেন, ‘আমরা বেশ খুশি এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে। বিশেষ করে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক প্রতিযোগিতা এবারই প্রথম খেললাম। আমাদের এখানে দর্শকও হয়েছে প্রচুর।এই আয়োজনের ধারাবাহিকতা থাকলে অনেক খেলোয়াড়ই বেরিয়ে আসবে।’

প্রতিযোগিতায় ৬৩টি জেলাদল অংশগ্রহণ করেছে। শুধু কিশোরগঞ্জ ডিএফএতে কমিটি না থাকার কারণে তারা অংশ নিতে পারেনি। এরমধ্যে একটি বিব্রতকর ঘটনাও আছে। ঝিনাইদহ ও খুলনা জেলার মধ্যে ভুল বোঝাবুঝির কারণে দুই জেলা ম্যাচের দিনে ছিল দুই ভেন্যুতে! পরে খুলনা জেলাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

প্রতিযোগিতা আয়োজন নিয়ে অবশ্য সন্তুষ্ট সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ। রবিবার কমিটির সভাশেষে বলেছেন, ‘ফুটবলকে দেশব্যাপী চাঙা করার জন্যই এই আয়োজন। আমরা বিভিন্ন জায়গায় ভালো সাড়া পেয়েছি। ভালো দর্শকও হয়েছে। ঝিনাইদহ ও খুলনার মধ্যে ম্যাচ নিয়ে শুধু সমস্যা হয়েছিল। বাকি সব জেলাই খেলেছে। এখন চূড়ান্ত পর্ব আরও ভালোভাবে আয়োজনের চেষ্টা চলছে।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!