X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মূল লড়াইয়ের আগে পাকিস্তানের সামনে সালমারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৭

একফ্রেমে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশ অধিনায়ক অস্ট্রেলিয়ার কন্ডিশন বাংলাদেশের ঠিক বিপরীত। পিচের আচরণও ভিন্ন। মাঠের ভেতর-বাইরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সে কারণেই মূল লড়াইয়ে নামার ২২ দিন আগে দেশ ছাড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাতেও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ঠিকঠাক হলো কই! ওয়ার্ম-আপ ম্যাচের প্রথমটি ভেসে গেছে বৃষ্টিতে। শেষ ‍আশা হয়ে আছে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি। আগামীকাল (বৃহস্পতিবার) ভোরের ম্যাচটিতেই তার পূর্ণ মনোযোগ সালমা খাতুনদের।

অস্ট্রেলিয়ার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়ে গেছেন অধিনায়ক সালমা। স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে কঠিন গ্রুপে থাকলেও অন্তত দুটি জয়ের আশা দেখছে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি পার্থের ওয়াকায় ভারতের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর আগে নিজেদের দেখে নেওয়ার শেষ সুযোগ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু পাকিস্তানের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচটি।

সূচিতে দুটি প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টিতে থাইল্যান্ডের সঙ্গে ম্যাচটি হতে পারেনি। সেদিক থেকে পাকিস্তানের ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে নিজেদের ঝালিয়ে নেওয়ার সঙ্গে দলের শক্তি-দুর্বলতাও যাচাই করার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরা।

ব্রিসবেনের ম্যাচে দর্শকদের বাংলাদেশ-পাকিস্তান দুই দলকে আলাদা করা কঠিন হয়ে উঠতে পারে! সমস্যাটা দল দুটির জার্সি নিয়ে। ২০১৯ সালে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি নিয়ে কম সমালোচনা হয়নি। সবুজ জার্সির কোনও অংশে লাল না থাকায় খেপেছিল ভক্তরা। পাকিস্তানের জার্সির সঙ্গে মিলে যাওয়ায় ক্ষোভ ছিল আরও বেশি। যদিও শেষ পর্যন্ত জার্সি পাল্টে বুকের ওপর লাল বর্ডার দেওয়া হয়।

মেয়েদের জার্সিটাও একইরকম। মাশরাফিদের মতো সালমাদের জার্সিতেও লাল রং আছে, তবে সেটিতে পাকিস্তানের সঙ্গে আলাদা করা কঠিনই। কাকতালীয়ভাবে আরেকটি জায়গায় মিল বাংলাদেশ-পাকিস্তানের। দুই দেশের অধিনায়ক- সালমা ও বিসমাহ মারুফ দুজনের জার্সি নম্বরই ‘৩’!

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি:

২৪ ফেব্রুয়ারি পার্থের ওয়াকায় প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড এবং ২ মার্চ একই ভেন্যুতে শ্রীলঙ্কার ‍মুখোমুখি হবে সালমার দল।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!