X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দৃঢ়চেতা মুশফিকে লিড ২০০ ছাড়িয়েছে বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৯

দৃঢ়চেতা মুশফিকে লিড ২০০ ছাড়িয়েছে বাংলাদেশের সপ্তম টেস্ট সেঞ্চুরি তুলে ইনিংসটাকে আরও বড় করছেন মুশফিকুর রহিম। তার দৃঢ়চেতা ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে লিড ২০০ ছাড়িয়েছে। দ্বিতীয় সেশনে ৯১ রানের বিনিময়ে দুই উইকেট পড়লেও প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৬৭ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে এর আগে প্রায় দুই সেশনের মতো টিকে ছিল মুমিনুল হক ও মুশফিকুর রহিম জুটি। তাদের ব্যাটে ভর করেই রানের পাহাড়ে বাংলাদেশ। ২২২ রানের এই জুটি ভেঙেছে চা পানের বিরতির ঘণ্টা খানেক আগে মুমিনুল হকের বিদায়ে। ১৩২ রানে ফিরেছেন অধিনায়ক। তিনি বিদায় নিয়েছেন এনডিলোভুকে ফিরতি ক্যাচ দিয়ে।

এর পর মিঠুন কিছুক্ষণের জন্য সঙ্গী হন মুশফিকুর রহিমের। বামহাতি স্পিনার এনডিলোভুর স্পিনেই গ্লাভসবন্দী হয়েছেন মিঠুন। শুরুতে আম্পায়ার আউট দিলে রিভিউ নেন তিনি। সেখানেও সুসংবাদ মেলেনি। ১৭ রানে ফিরে যান মিঠুন। মুশফিক অবশ্য অপরপ্রান্ত আগলেই খেলছেন। সপ্তম সেঞ্চুরির পর ব্যাট করছেন ১৫৭ রানে। তার ইনিংসে ভর করে লিড আরও সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের। সঙ্গে লিটন ক্রিজে আছেন ২০ রানে।

এর আগে প্রথম সেশনটি ছিল বাংলাদেশের। সকাল থেকে জিম্বাবুয়ের বোলারদের শাসন করেছেন মুশফিক-মুমিনুল। এদের মধ্যে অনেক দিন ধরে বড় ইনিংসের দেখা পাচ্ছিলেন না মুমিনুল। এমনকি অধিনায়ক হওয়ার পরেও। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সেই আক্ষেপ মিটিয়েছেন সেঞ্চুরি তুলে। বড় ইনিংস তো বটেই, অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন।

৯৬ রানে ব্যাট করতে থাকা মুমিনুল সেঞ্চুরি তুলে নেন ৮৩তম ওভারে। তিরিপানোর বল বাউন্ডারিতে ঠেলে দিয়ে পূরণ করেন নবম টেস্ট সেঞ্চুরি। এর আগেই স্বাগতিকরা লিড তুলে নেয় আধা ঘণ্টার মধ্যে।

আগের দিন জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!