X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বাফুফের নির্বাচনে ফিফা-এএফসির পর্যবেক্ষক নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ১৯:৪১আপডেট : ২২ মার্চ ২০২০, ১৯:৪৫

বাফুফের নির্বাচনে ফিফা-এএফসির পর্যবেক্ষক নেই আগামী ২০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন হতে যাচ্ছে। এর আগে ৩ এপ্রিল নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা। তবে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ফিফার ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় ফিফা ও এএফসি থেকে কোনও পর্যবেক্ষক থাকছেন না সশরীরে। তারা লাইভ ভিডিওর মাধ্যমে কংগ্রেস পর্যবেক্ষণ করবেন।

নির্বাচন নিয়ে ফিফা ও এএফসির সঙ্গে বাফুফের বার্তা বিনিময় হচ্ছে। সেখানে সর্বশেষ ফুটবলের সংস্থা দুটি পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছে। সাধারণ নির্বাচনে ফুটবলের সর্বোচ সংস্থা ফিফা ও এশিয়ার সর্বোচ্চ সংস্থা এএফসি থেকে পর্যবেক্ষক এসে থাকে। কিন্তু এবার তা হচ্ছে না।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘এই মুহূর্তে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় বাফুফের আসন্ন নির্বাচনে ফিফা কিংবা এএফসির কোনও পর্যবেক্ষক আসতে পারছেন না। লিখিত আকারে তা জানিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেসের প্রস্তুতির জন্য শুভকামনা জানিয়ে সেটির রিপোর্টও চাওয়া হয়েছে যথাসময়ে।’

ফিফার সঙ্গে ফোনে আলোচনায় নির্বাচন পেছানোর বিষয়টিও এসেছে। তবে ফিফা এখনই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত দিতে রাজি নয়। সোহাগের কথায়,‘ফিফার সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে। নির্বাচন পেছানোর বিষয়টি উঠতেই তারা মালদ্বীপের উদাহরণ টেনেছে। মালদ্বীপে এরই মধ্যে নির্বাচন হয়েছে। ফিফা বলছে, তোমরা তো পাশাপাশি দেশ। এখনই কেন এই সিদ্ধান্ত নিতে হবে।’

করোনাভাইরাসের বিষয়টি বাফুফে পর্যবেক্ষণে রেখেছে। সোহাগ বলেছেন, ‘বাফুফে জাতীয় প্রতিষ্ঠান, ফিফা ও এএফসির গাইডলাইন মেনে চলে। আমরা সব বিষয় পর্যবেক্ষণ করছি। আমরা দেশের আইনের উর্ধ্বে নই। এই মুহূর্ত পর্যন্ত সমস্যা নেই। তবে ফিফা ও এএফসির গাইডলাইন যতটুকু বুঝি ২০ এপ্রিলের নির্বাচন চালিয়ে নেওয়ার বিষয়ে তারা বলেছেন।’

 

 

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!