X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

কারাগারে আবারও রোনালদিনহোর ফুটবল জাদু (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২০, ১৯:৩৪আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৯:৩৮

কারাগারে রোনালদিনহোর ফুটভলি এক মাস হয়ে এলো জেলে আছেন রোনালদিনহো। ভুয়া পাসপোর্টে প্যারাগুয়েতে প্রবেশ করায় আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। প্যারাগুয়ে সরকার তাকে জামিন না দিয়ে পাঠিয়েছে জেলে। সেখানেই এখন কয়েদিদের সঙ্গে সময় কাটছে ব্রাজিল সুপারস্টারের।

তাই বলে ফুটবল থেকে দূরে নেই রোনালদিনহো। দিনকয়েক আগে ৪১ বছর বয়সে পা দেওয়া বিশ্বকাপ জয়ী তারকা জেলের মধ্যে খেলেছেন ফুটবল। প্রতিযোগিতামূলক ফুটবলে যিনি সাফল্যের সর্বোচ্চ শৃঙ্গে উঠেছেন, তিনি কয়েদিদের ফুটবলে কী করবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। তার দলের ১১-২ গোলের জয়ের পথে নিজে করেছিলেন ৫ গোল, আর সতীর্থদের দিয়ে করান বাকি ৬ গোল।
‘অবৈধভাবে’ প্যারাগুয়েতে ঢুকে কারাগারে বন্দি রোনালদিনহো আরেকবার তার ফুটবল জাদু দেখালেন। জেলে আটকা আছে তার ভাই রবের্তো আসিসও। কঠিন সময়টা তারা ফুটবলে উপভোগ করছেন। এবার রোনালদিনহো কয়েদিদের বিনোদন দিয়েছেন ফুটভলিতে।
পা ও মাথা দিয়ে খেলা ফুট ভলিবলেও মুগ্ধতা ছড়িয়েছেন তিনি কয়েদিদের মনে। কারাগার থেকে ৯০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফুটবল দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ভিডিওতে একবারের জন্যও বল রোনালদিনহোর পা থেকে পড়েনি। সবচেয়ে বড় কথা একটি পয়েন্টও হারায়নি তার দল। কখনও পা দিয়ে, কখনও হেডে সতীর্থকে বল দিয়েছেন কিংবা জালের ওপারে পাঠিয়েছেন।

এ মাসের শুরুর দিকে প্যারাগুয়েতে গিয়েছিলেন রোনালদিনহো। ক্যাসিনো মালিক নেলসন বেলোত্তির নিমন্ত্রণ ছিল। কথা ছিল শিশুদের একটি চ্যারিটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং নিজের নতুন বইয়ের প্রচারণা চালাবেন। কিন্তু কিছুই হয়নি, উল্টো রাজধানী আসুনসিওন থেকে ১৫ কিলোমিটার দূরের রিসোর্ট ইয়ট অ্যান্ড গলফ ক্লাবের প্রেসিডেন্সিয়াল স্যুটে অভিযান চালিয়ে তাকে আটক করে প্যারাগুয়ের পুলিশ। ভুয়া পাসপোর্ট ও জাল কাগজপত্র দেখিয়ে দেশটিতে ঢোকার অভিযোগ ব্রাজিলিয়ান ফুটবল গ্রেটের বিরুদ্ধে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন