X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

অভিযোগ অস্বীকার, কোয়ারেন্টিনেই আছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২০, ২২:৫৬আপডেট : ৩০ মার্চ ২০২০, ২২:৫৬

অভিযোগ অস্বীকার, কোয়ারেন্টিনেই আছেন নেইমার ইউরোপিয়ান ফুটবল বন্ধ হয়ে যাওয়ায় ব্রাজিলে ফিরে গেছেন নেইমার। বাইরে থেকে ফেরায় স্বেচ্ছায় আলাদা থাকতে হচ্ছে প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ডকে। কিন্তু নেইমারের সেটি না মানার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করার সঙ্গে সরকারের কোয়ারেন্টিন নিয়ম মেনেই সবকিছু করছেন বলে জানিয়েছেন তার এক মুখপাত্র।

প্যারিস থেকে ফিরে ১৪ দিন স্বেচ্ছায় আলাদা থাকছেন নেইমার। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ছবি তার কোয়ারেন্টিন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, শপিং করতে বের হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাছাড়া তার ইনস্টগ্রামে পোস্ট করা একটি ছবি নিয়েও কথা উঠেছে। যে ছবিতে দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে বিচ ভলিবলে সময় উপভোগ করছেন তিনি।

শপিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর বিষয়টি পরিষ্কার করেছেন নেইমার। গ্লোবো মিডিয়া গ্রুপে ছাপা হওয়া এক বিবৃতিতে তার মুখপাত্র বলেছেন, ‘স্বেচ্ছায় আলাদা থাকার নিয়মে কিছুটা পরিবর্তন যদি থাকে, তাহলে সেটা তার (নেইমার) ছেলে দাভিদ লুকা। সে তার বাবার সঙ্গে এসে থাকছে। এছাড়া সামাজিক দূরত্ব বজার রেখেই নেইমার কোয়ারেন্টিনে আছেন।’


নেইমারের ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবি নিয়েও প্রশ্ন উঠেছে নেইমারের ইনস্টাগ্রামের ছবি নিয়ে মুখপাত্রের ব্যাখ্যা, ‘ওই ছবি... ওখানে আরও কয়েকজনকে নিয়ে, যারা তার সঙ্গেই প্যারিস থেকে ফিরেছেন, তাদের সঙ্গে কোয়ারেন্টিনে আছেন নেইমার। তারা সবাই নেইমারের প্রাইভেট বিমানে করে প্যারিস থেকে এসেছেন।’ বিবৃতির পরের অংশে তিনি যোগ করেছেন, ‘নিজ নিজ পরিবারের সঙ্গে দেখা করার আগে তাদের সবাইকে নেইমার তার সঙ্গে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন।’
চলতি মৌসুমেও চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে নেইমারকে। মাঠে ফিরে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তুললেও নিজের সেরা জায়গায় পৌঁছাতে পারেননি। শতভাগ ফিটনেস ফিরে পেতে তিনি কোয়ারেন্টিনের মধ্যেই কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র, ‘এই বাড়িতে কোয়ারেন্টিনের সঙ্গে শান্তিপূর্ণভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন নেইমার। প্রতিদিন কাজ করে যাচ্ছেন তিনি এবং ফিটনেস ধরে রাখতে পরিশ্রাম করছেন কোচ রিকার্দো রোসার সঙ্গে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে