X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পরের বছর আর স্থগিত নয়, বাতিলই হয়ে যাবে টোকিও অলিম্পিক!

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২০, ১১:১১আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১১:১১

ইয়োশিরো মরি।

এই বছর জাপানে হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। কিন্তু করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট পেছানো হয়েছে আরও এক বছর। ফলে সেটি অনুষ্ঠিত হবে ২০২১ সালে। এখন পরের বছরও যদি পরিস্থিতি অনুকূল না থাকে তাহলে? গেমসটির আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মরি বলছেন, পরেরবার আর স্থগিত বা অপেক্ষা নয়। বাতিল হয়ে যাবে টোকিও অলিম্পিক।

আগামী বছর অলিম্পিকের সূচিটা এমন- ২৩ জুলাই থেকে ৮ আগস্ট। আলোচনা চলছে, পরের বছরও যদি করোনার ভ্যাকসিন তৈরি না হয়, তাহলে এই সূচিতেও ইভেন্টটি গড়ানো সম্ভব হবে না। তাহলে আবারও পেছানো হবে অলিম্পিক? এমন প্রশ্নে ইউশিরো মরি সরাসরি-ই বললেন, ‘না, এমনটি আর পরের বার হবে না। গেমসটি তখন একেবারে বাতিলই হয়ে যাবে।’

তার পরেও পরের বছর গেমসটি অনুষ্ঠিত করা যাবে, এ নিয়ে আশাবাদী গেমস প্রধান, ‘যদি আমরা চলমান যুদ্ধে জয়ী হতে পারি, তাহলে অতীতের যে কোনও অলিম্পিকের তুলনায় এই অলিম্পিকটি হবে খুবই মূল্যবান। তাই আমাদের বিশ্বাস রাখতেই হবে, নাহলে সব পরিশ্রম ও প্রচেষ্টা বিফলে যাবে।’

মঙ্গলবার জাপানের মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়োশিতাকে ইয়োকোকুরা বলেছেন, করোনার ভ্যাকসিন বা কার্যকরী পথ্য ছাড়া ২০২১ সালে অলিম্পিক আয়োজন কঠিন হয়ে যাবে। পরিস্থিতি নিয়ে তার ভাষ্যটি ছিল এমন, ‘জাপানের অলিম্পিক আয়োজন করা উচিত বা উচিত নয়- এমনটি আমি বলছি না। তবে আমি বলতে চাইছি ভ্যাকসনি ছাড়া এর আয়োজন কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে।’

তিনি আরও পরিষ্কার বলেছেন, ‘জাপানে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও বাকি দুনিয়ায় মহামারি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকলে এটি আয়োজন কষ্টকর হয়ে যাবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ