X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চার হাজার মানুষের পাশে মহসিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২০, ১২:৩৮আপডেট : ০৩ জুন ২০২০, ১২:৪৭

প্রতিবন্ধীসহ হত দরিদ্রদের কাছে সহায়তা পৌঁছে দিয়েছেন মহসিন। করোনাকালে মহা সংকটে রয়েছে দেশের খেটে খাওয়া মানুষ। এমন সংকটকালে হুইলচেয়ারে বসেই সমাজের নিম্মআয়ের মানুষদের সহযোগিতা করছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন। নিজেদের উদ্যোগে গড়ে তোলা হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ছাড়াও বিভিন্ন মাধ্যম থেকে অর্থ ও খাদ্যসামগ্রী সংগ্রহ করে প্রায় চার হাজার মানুষকে সহযোগিতা করেছেন।

বাংলা ট্রিবিউনের  সঙ্গে আলাপকালে মহসিন বলেছেন, ‘সবমিলিয়ে আমরা চার হাজার মানুষকে সহযোগিতা দিয়েছি। এর মধ্যে তিন হাজার প্রতিবন্ধী ও এক হাজার হত দরিদ্র। আমাদের সহযোগিতার আওতায় এসেছে টঙ্গী, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, বরিশাল।’

এছাড়া বিশেষ তহবিল গড়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও রংপুরে ৫০০ প্রতিবন্ধী পরিবারকে সাহায্য করেছেন মহসিন, ‘ঢাকার বাইরের সাহায্যের জন্য আমরা চার লাখ টাকার ফান্ড তৈরি করেছি। ৮ টি জেলাতে ৫০০ প্রতিবন্ধী মানুষকে আমরা সহযোগিতা করেছি। আমাদের লক্ষ্য ঢাকার বাইরে ১৫০০ জনকে সাহায্য করা। আরও ১ হাজার জনের তালিকা করে সাহায্য পৌঁছে দেওয়া হবে।’

চার হাজার মানুষের পাশে মহসিন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করে মহসিন আর্থিক সাহায্য এনেছেন। এদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অরিয়ন, এপিলন, সেভ মিশন বাংলাদেশ, বিওয়াইএলসি, ডব্লিউ ইএফ (ঢাকা হাব), হিরোস ফর অল, অল ফর ওয়ান, এম স্পোর্টস, এনডিডি, ইউসিডি ও এক টাকার আহার বিদ্যানন্দ অন্যতম। মূলত এ সকল প্রতিষ্ঠানের কাছ থেকে খাদ্যসামগ্রী কিংবা অর্থ এনে প্রতিবন্ধী ও অসহায় দরিদ্র মানুষদের দেওয়া হয়েছে।

এছাড়া মহসিন ব্র্যাকের সঙ্গে কথা বলে ৩০০ প্রতিবন্ধী পরিবারের মাঝে নগদ ১৫০০ টাকা করে বিকাশের মাধ্যমে অর্থ সহায়তার ব্যবস্থা করে দিয়েছেন। জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমও ডাবল সেঞ্চুরির ব্যাট বিক্রয় করে প্রাপ্ত অর্থের কিছু অংশ মহসিনকে দিয়েছেন। মুশফিকের পাওয়া অর্থে ৫০ জন ক্রিকেটারের মাঝে ভাগ করে দিয়েছেন বলে জানিয়েছেন মহসিন।

অবশ্য এসব কাজে নিজের সীমাবদ্ধতা আছে, তবুও অসহায় মানুষকে এভাবে সাহায্য করে দারুণ তৃপ্ত মহসিন, ‘আমিতো অনেকদিন ধরেই কাজ করেছি। খুব কাছ থেকে তাদের কষ্টটা আমি দেখতে পেয়েছি। তাছাড়া আমি নিজেও কঠিন সময় পার করেই এই অবস্থায় পৌঁছেছি। তাই বুঝি গরীবের কষ্টটা কেমন। সেই চিন্তা ভাবনা থেকে তাদের জন্য কিছু করা। গত কিছুদিন ধরে আমি বাসাতেও যাই না, অফিসে থাকি। সবকিছু দেখভাল এখান থেকেই করছি। সবার মুখে হাসি ফোটাতে পেরে দারুণ লাগে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা