X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সেপ্টেম্বরে গলফ কোর্সে ফিরছেন সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২০, ২০:৪৪আপডেট : ০৯ জুন ২০২০, ২০:৫১

বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান গত মার্চের শুরুতে মালয়েশিয়া ওপেন গলফে সর্বশেষ খেলছেন সিদ্দিকুর রহমান। এরপর করোনাভাইরাসের কারণে আর কোনও এশিয়ান ট্যুরের প্রতিযোগিতাই হয়নি। সিদ্দিকুরকেও তাই বাসায় কাটাতে হচ্ছে অলস সময়। তবে আশার কথা হলো, এশিয়ান ট্যুর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে আগামী সেপ্টেম্বর থেকে খেলা শুরু করতে চাইছে। শুরুতে থাকছে দক্ষিণ কোরিয়ার সিনহান ওপেন গলফ। সবকিছু ঠিক থাকলে সেখানে খেলবেন বাংলাদেশি এই গলফার।

প্রাথমিক সূচিতে সেপ্টেম্বরে রয়েছে আরও দুটি প্রতিযোগিতা। জাপানে হবে প্যানাসনিক ওপেন, আর তাইওয়ানের মারকিউরিস ওপেন। তিনটি প্রতিযোগিতাতেই অংশ নিতে চান সিদ্দিকুর। বাংলা ট্রিবিউনকে জানালেন তেমনটাই, ‘এশিয়ান ট্যুরের তিনটি প্রতিযোগিতা রয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রতিযোগিতাগুলোতে আমি খেলতে চাই। আয়োজকদের আমি হ্যাঁ বলেছি। তবে তার আগে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে হবে। তাহলেই খেলতে যেতে পারি।’

সেপ্টেম্বরে গলফ কোর্সে নামার জন্য পুরোপুরি প্রস্তুত দেশসেরা এই গলফার। বাসাতেই নিয়মিত করছেন ফিটনেস নিয়ে কাজ, ‘যখনই খেলা শুরু হবে তখন থেকেই আমি খেলতে প্রস্তুত। বাসায় ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করছি। টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলো নিয়ে কাজ করছি। খেলা শুরুর আগে ২ সপ্তাহ কোর্সে অনুশীলন করলেই আশা করছি সব ঠিক হয়ে যাবে। তবে তার আগে সব কিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।’

দুইবারের এশিয়ান ট্যুর জয়ী সিদ্দিকুরের সাম্প্রতিক পারফরম্যান্স আশা জাগানিয়া নয়। মালয়েশিয়ায় সর্বশেষ প্রতিযোগিতায় হয়েছিলেন ৩১তম। করোনার এই বিরতিতে নিজের ভুল-ত্রুটিগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি, ‘আমার লক্ষ্য যেমন ছিল তার চেয়ে আরও ভালো গলফ খেলতে চাই। নিজেকে আরও ধারালো করে তোলার চেষ্টা করে যাচ্ছি। এখন সবকিছু স্বাভাবিক হওয়ার অপেক্ষায়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিটিশ কূটনীতিককে তলব করলো ইরান
ব্রিটিশ কূটনীতিককে তলব করলো ইরান
নুসরাত ফারিয়ার গ্রেফতার জুলাই গণহত্যার বিচারকে প্রহসনে পরিণত করেছে: এনসিপি
নুসরাত ফারিয়ার গ্রেফতার জুলাই গণহত্যার বিচারকে প্রহসনে পরিণত করেছে: এনসিপি
এশিয়া কাপে অংশ না নেওয়ার খবরে যা বললো বিসিসিআই
এশিয়া কাপে অংশ না নেওয়ার খবরে যা বললো বিসিসিআই
হলমার্কের জেসমিনের জামিন আবেদন খারিজের আদেশ আপিলেও বহাল
হলমার্কের জেসমিনের জামিন আবেদন খারিজের আদেশ আপিলেও বহাল
সর্বাধিক পঠিত
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার: সরেজমিন যা দেখা গেলো
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার: সরেজমিন যা দেখা গেলো