X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

আরও দুর্বল হলো টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৫, ২২:০৮আপডেট : ১৮ মে ২০২৫, ২২:৪৭

দেশে বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর টাকার বিপরীতে আবারও শক্তিশালী হলো মার্কিন ডলার। রবিবার (১৮ মে) আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিক্রয় মূল্য দাঁড়ায় ১২২ টাকা ৭৮ পয়সা, যা আগের দিনের তুলনায় ১৮ পয়সা বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে জানা গেছে, ১৪ মে থেকে বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর টাকার মান ধারাবাহিকভাবে কমছে। ওই দিন প্রতি ডলারের হার ছিল ১২২ টাকা। বেশির ভাগ ব্যাংক এখন আমদানিকারকদের কাছে ডলার বিক্রি করছে ১২২ টাকা ৭০ পয়সায়, আর রফতানিকারক ও মানি এক্সচেঞ্জ হাউজগুলোর কাছ থেকে ডলার কিনছে ১২২ টাকা ৩০ পয়সা থেকে ১২২ টাকা ৫০ পয়সার মধ্যে। ব্যাংকগুলোর ওয়েবসাইট ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রবাসী আয় ও রফতানি আয়ের গতি বাড়ায় বাজার বর্তমানে স্থিতিশীল। তবে কোনও ব্যাংক যেন বাজারে অস্থিরতা সৃষ্টি না করে, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কঠোর নজরদারি চালাচ্ছে।

উল্লেখ্য, বাজার-নির্ধারিত বিনিময় হার বাস্তবায়নের অংশ হিসেবে ১৪ মে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনার মাধ্যমে ডলার ক্রয় ও বিক্রয়ের মধ্যে ১ টাকার ব্যবধানের সীমা তুলে নেয়। একই সঙ্গে ২০২৪ সালের ডিসেম্বরের একটি সার্কুলার পুনর্বহাল করা হয়, যাতে ব্যাংকগুলোকে গ্রাহক ও আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের মূল্য স্বাধীনভাবে নির্ধারণের সুযোগ দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, বাজার নির্ধারিত বিনিময় হার দীর্ঘমেয়াদে রফতানি ও প্রবাসী আয়ের প্রতিযোগিতা বাড়াতে সহায়তা করবে। তবে এর প্রাথমিক প্রভাব হিসেবে টাকার মান কিছুটা দুর্বল হওয়াই স্বাভাবিক। এই প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা বলছেন, সুসংহত নীতি, প্রবাহিত রেমিট্যান্স এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে থাকলে মুদ্রাবাজার দ্রুতই স্থিতিশীল হবে।

/জিএম/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ব্যাংক একীভূত না করার যৌক্তিকতা দেখাতে পারলে বিবেচনা করা হবে: গভর্নর
ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, ঝুঁকিভিত্তিক তদারকিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সর্বশেষ খবর
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের